পুনম যদি নিজেই নিজের কাপড় খোলে তাতে রাজের দোষ কোথায়...? রাজ কুন্দ্রার সমর্থনে ফের মুখ খুললেন গহনা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Gehana Vasisth defends Raj Kundra: অশ্লীল ছবি তৈরির অভিযোগেও তিনিও কয়েকদিন আগে গ্রেফতার হয়েছিলেন, যদিও পরে জামিন পেয়ে যান গহনা ৷
মুম্বই: পর্ন ছবির ব্যবসার অভিযোগে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরে তার অশ্লীল ছবির ব্যবসা সম্পর্কে নানা তথ্যই সামনে এসেছে ৷ পুনম পাণ্ডে, শার্লিন চোপড়ার মতো অনেক অভিনেত্রীরাই রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুখ খুলেছেন ৷ তার কুকীর্তিও ফাঁস করেছেন ৷ এই অবস্থায় কোনও একজনকে যদি নিজের পাশে সবসময়ে পেয়েছেন রাজ, তিনি হলেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ ৷ অশ্লীল ছবি তৈরির অভিযোগেও তিনিও কয়েকদিন আগে গ্রেফতার হয়েছিলেন, যদিও পরে জামিন পেয়ে যান গহনা ৷
মডেল অভিনেত্রী গহনা রাজের সমর্থনে বলেছেন, পর্ন ছবির সঙ্গে ইরোটিকার পার্থক্য আগে বুঝতে হবে ৷ রাজ কুন্দ্রার অ্যাপে যে ওয়েব সিরিজ, শর্ট ফিল্মগুলি রয়েছে, তা মোটেই পর্ন ছবি নয় বলেই দাবি গহনার ৷ পাশাপাশি পুনম ও শার্লিনকে নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ গহনার মতে, পুনম নিজের যে সব ভিডিও বানিয়েছেন, তা ওঁর স্বামীর শ্যুট করা। সেখানে তিনি নিজের যৌনাঙ্গ দেখিয়েছেন। গহনার বক্তব্য, মহিলা নিজেই নিজের জামা কাপড় খোলে। তাতেও কি রাজের দোষ? রাজ ওকে কি বলেছে এ সব করতে? যে নিজেই এই ধরনের ভিডিও তৈরি করে, তার মুখে এ সব মানায় না। পুনমের নিজের অ্যাপ রয়েছে ৷ সেখানে তিনি অনেক কিছুই প্রদর্শন করে থাকেন ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2021 7:34 AM IST