হরভজনের সঙ্গে লেগেই থাকে দাম্পত্য কলহ! সাক্ষাৎকারে অকপট অভিনেত্রী গীতা বসরা!

Last Updated:

গীতা বলেন, অভিভাবকদের মধ্যে তিনি খারাপ পুলিশ, অন্য দিকে হরভজনের সঙ্গে হিনায়ার সম্পর্ক বেশ কোমল।

#মুম্বই: চলতি বছর জুলাই মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের (Harbhajan Singh) স্ত্রী গীতা বসরা (Geeta Basra)। ২৭ জুলাই ২০১৬-তে তাঁরা প্রথম সন্তান হিসাবে হিনায়া হিরকে (Hinaya Heer) স্বাগত জানান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বামী হরভজন ও চার বছরের কন্যা হিনায়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘দ্য ট্রেন’ (The Train) ছবির অভিনেত্রী গীতা। তিনি এও জানান যে, কী ভাবে মেয়েকে নিয়ে তাঁদের দু'জনের মধ্যে প্রায়শই একটা মতবিরোধ লেগে থাকে।
সাক্ষাৎকারে গীতা বলেন, অভিভাবকদের মধ্যে তিনি খারাপ পুলিশ, অন্য দিকে হরভজনের সঙ্গে হিনায়ার সম্পর্ক বেশ কোমল। তাঁদের মধ্যে মেয়েকে সহবত শেখানো নিয়ে লড়াই হয় কি না জানতে চাওয়া হলে গীতা জবাব দিয়েছিলেন, “যেমন আর সবার মধ্যে হয়, স্বাভাবিক ব্যাপার এটা… ওহ তো হোনা হি হ্যায় না (সেটা তো হবেই)"! গীতা আরও বলেন, মাঝে মধ্যেই তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে কলহ থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হিনায়াকে নিয়ে। বিভিন্ন সময়ে, হিনাকে নিয়ে হরভজনের সঙ্গে একমত নন অভিনেত্রী, যখন গীতা শৃঙ্খলাবদ্ধ হওয়ার চেষ্টা করেন তখনই ক্রিকেটার স্বামী বলে বসেন, "চলো, যানে দো ইয়ার (আরে, ছেড়ে দাও)"।
advertisement
এখানেই শেষ না করে গীতা আরও বলেন, "আমাকে সর্বদাই একজন খারাপ পুলিশ হতে হবে এবং শৃঙ্খলা রক্ষা করতে হবে। কারণ তিনি এখানে থাকেন না এবং তার পরে কয়েক সপ্তাহের জন্য যখন তিনি আসেন তখন তাঁর অবস্থা এমনই হয়- ঠিক হ্যায়, জানে দে', 'ইসকো করনে দে (ঠিক আছে ছেড়ে দাও',' সে যা করছে তা করতে দাও')"!
advertisement
advertisement
এর পর অভিনেত্রী নিজের দ্বিতীয় গর্ভাবস্থার কথা প্রকাশ করে বলেন এই পরিস্থিতিতেও তাঁর প্রথম প্রাধান্য তাঁর মেয়ে। তিনি আরও বলেছিলেন যে কঠিন সঙ্কট চলাকালীন সময়ে অতিরিক্ত সতর্ক ও যত্নবান হওয়ায় সব কিছুই কঠিন হয়ে পড়েছে। হিনায়াকেও এখন লকডাউনের মধ্যে বন্দি জীবন কাটাতে হচ্ছে। তবে এই মহামারীটি "বাচ্চাদের মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে" বলে জানান গীতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হরভজনের সঙ্গে লেগেই থাকে দাম্পত্য কলহ! সাক্ষাৎকারে অকপট অভিনেত্রী গীতা বসরা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement