Gaurav and Ridhima : স্ত্রী ঋদ্ধিমার সঙ্গে লাভাপ্রান্তরে, গৃহবন্দি জীবনে আফ্রিকান সাফারির দিনে ফিরলেন তারকা

Last Updated:

স্ত্রী ঋদ্ধিমাকে নিয়ে প্রায়ই বেড়াতে যান গৌরব ৷ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া খুবই পছন্দের এই ভ্রমণরসিক তারকা জুটির ৷

কলকাতা : গৃহবন্দি জীবনে গৌরব চক্রবর্তী ফিরে গেলেন আফ্রিকান সাফারির দিনে ৷ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে তিনি পোস্ট করেছেন সস্ত্রীক আফ্রিকা অভিযানের ছবি ৷
স্ত্রী ঋদ্ধিমাকে নিয়ে প্রায়ই বেড়াতে যান গৌরব ৷ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া খুবই পছন্দের এই ভ্রমণরসিক তারকা জুটির ৷ ২০১৮ সালে তাঁরা গিয়েছিলেন কেনিয়ায় ৷ সেখানেই সাভো ওয়েস্ট জাতীয় উদ্যানের ছবি দিয়েছেন গৌরব ৷
ক্যাপশনে লিখেছেন, যে রুক্ষ প্রান্তরে ঋদ্ধিমাকে নিয়ে বসে আছেন, সেটা আসলে জমাট বাঁধা লাভা ৷ জাতীয় উদ্যানের চ্যুলু গেট থেকে ৪ কিমি পশ্চিমে, অ্যাম্বোসেলি যাওয়ার পথে রয়েছে ওই লাভাপ্রান্তর ৷ তার ভৌগোলিক ইতিবৃত্তান্তও দিয়েছেন অভিনেতা ৷ বলেছেন, কয়েকশো বছর আগে ওই লাভার স্রোত বেরিয়ে এসেছিল আগ্নেয়গিরি থেকে ৷ বর্তমানে চ্যুলু পাহাড়ের কাছে ৫০ বর্গকিমি সাভানা অরণ্য এলাকা আবৃত ওই জমাট বাঁধা লাভায় ৷
advertisement
advertisement
বছর তিনেকের পুরনো এই ছবি দিয়ে গৌরব লিখেছেন প্রকৃতিকে ভালবাসার কথা ৷ তার যত্ন নেওয়ার কথা ৷ প্রসঙ্গত এ বছর, কোভিড-হানায় বিধ্বস্ত হয়েছে তাঁদের পরিবার ৷ এপ্রিল মাসের শেষে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন গৌরবের স্ত্রী ঋদ্ধিমার মা ৷ এর পর ঋদ্ধিমার বাবাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন করোনায় ৷ অন্যদিকে, দিল্লিতে কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হন গৌরবের দিদিমা, অভিনেত্রী মিঠু চক্রবর্তীর মা ৷ মে মাসের গোড়ায় করোনা থাবা বসায় গৌরব ও ঋদ্ধিমার উপরেও ৷ নিভৃতবাসে থেকে সুস্থ হন দম্পতি ৷
advertisement
পরিবারের উপর দিয়ে চলে যাওয়া এই ঝড়ের কথা ফেসবুকে লিখেছিলেন গৌরব ৷ তিনি এবং ঋদ্ধিমা দু’জনেই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এবং অনুরাগীদের কাছে জনপ্রিয় ৷ এই তারকা দম্পতিকে ফের জীবনের ছন্দে ফিরতে দেখে খুশি নেটিজেনরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gaurav and Ridhima : স্ত্রী ঋদ্ধিমার সঙ্গে লাভাপ্রান্তরে, গৃহবন্দি জীবনে আফ্রিকান সাফারির দিনে ফিরলেন তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement