হোম /খবর /বিনোদন /
শুরু বিয়ের অনুষ্ঠান, ১১ বছরের ছোট জায়েদের সঙ্গে বিয়ে করছেন গওহর খান

শুরু বিয়ের অনুষ্ঠান, ১১ বছরের ছোট জায়েদের সঙ্গে বিয়ে করছেন গওহর খান

সেই ঝলমলে আলো থেকে আলো নিয়ে সাত পাকে বাঁধা পড়ার ব্যবস্থা পাকা করে নিলেন অভিনেত্রী গওহর খান !

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সেই লকডাউন থেকে শুরু ৷ বিনোদন জগতে একের পর এক বিয়ে, পরিবারে নতুন সদস্য আসা থেকে শুরু ৷ কিছুদিন আগেই বিয়ে করেছেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং ৷ নেহার বিয়ের পরে পরেই বিয়ে করলেন আদিত্য নারায়ণ ৷ অন্যদিকে, বলিউড ছেড়ে নিকাহ করলেন সানা খানও ৷ পর পর এই বিয়েতে বিনোদন জগতে এখনও ঝলমলে ৷ আর সেই ঝলমলে আলো থেকে আলো নিয়ে সাত পাকে বাঁধা পড়ার ব্যবস্থা পাকা করে নিলেন অভিনেত্রী গওহর খান !

মঙ্গলবার সকাল থেকেই গওহরের বিয়ের নানা অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কখনও গায়ের হলুদ পর্ব, তো কখনও সঙ্গীত ৷ সবেতেই উজ্জ্বল ছিলেন গওহর খান ও তাঁর স্বামী জায়েদ দরবার ৷গওহরের থেকে প্রায় ১১ বছরের ছোট জায়েদ দরবার ৷ বেশ কিছু বছর ধরেই কোরিওগ্রাফার জায়েদের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন গওহর ৷ এবার শেষমেশ বিয়ে ৷
View this post on Instagram

A post shared by GAUAHAR KHAN (@gauaharkhan)

বিয়ের নানা অনুষ্ঠানে গানের তালে একসঙ্গে নাচতেও দেখা গেল গওহর এবং জায়েদকে ৷ দু’জনের নামের সঙ্গে মিলিয়ে এই বিয়ের নামকরণ করা হয়েছে ‘গাজা’ ৷বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করে গওহর লিখলেন, ‘আমার এক অংশ তোমার আরেক অংশের জুড়েই আমরা বেটার হাফ ৷ এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ! ’
Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Gauhar Khan