#মুম্বই: সেই লকডাউন থেকে শুরু ৷ বিনোদন জগতে একের পর এক বিয়ে, পরিবারে নতুন সদস্য আসা থেকে শুরু ৷ কিছুদিন আগেই বিয়ে করেছেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং ৷ নেহার বিয়ের পরে পরেই বিয়ে করলেন আদিত্য নারায়ণ ৷ অন্যদিকে, বলিউড ছেড়ে নিকাহ করলেন সানা খানও ৷ পর পর এই বিয়েতে বিনোদন জগতে এখনও ঝলমলে ৷ আর সেই ঝলমলে আলো থেকে আলো নিয়ে সাত পাকে বাঁধা পড়ার ব্যবস্থা পাকা করে নিলেন অভিনেত্রী গওহর খান !
মঙ্গলবার সকাল থেকেই গওহরের বিয়ের নানা অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কখনও গায়ের হলুদ পর্ব, তো কখনও সঙ্গীত ৷ সবেতেই উজ্জ্বল ছিলেন গওহর খান ও তাঁর স্বামী জায়েদ দরবার ৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Gauhar Khan