শুরু বিয়ের অনুষ্ঠান, ১১ বছরের ছোট জায়েদের সঙ্গে বিয়ে করছেন গওহর খান
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
সেই ঝলমলে আলো থেকে আলো নিয়ে সাত পাকে বাঁধা পড়ার ব্যবস্থা পাকা করে নিলেন অভিনেত্রী গওহর খান !
#মুম্বই: সেই লকডাউন থেকে শুরু ৷ বিনোদন জগতে একের পর এক বিয়ে, পরিবারে নতুন সদস্য আসা থেকে শুরু ৷ কিছুদিন আগেই বিয়ে করেছেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং ৷ নেহার বিয়ের পরে পরেই বিয়ে করলেন আদিত্য নারায়ণ ৷ অন্যদিকে, বলিউড ছেড়ে নিকাহ করলেন সানা খানও ৷ পর পর এই বিয়েতে বিনোদন জগতে এখনও ঝলমলে ৷ আর সেই ঝলমলে আলো থেকে আলো নিয়ে সাত পাকে বাঁধা পড়ার ব্যবস্থা পাকা করে নিলেন অভিনেত্রী গওহর খান !
মঙ্গলবার সকাল থেকেই গওহরের বিয়ের নানা অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কখনও গায়ের হলুদ পর্ব, তো কখনও সঙ্গীত ৷ সবেতেই উজ্জ্বল ছিলেন গওহর খান ও তাঁর স্বামী জায়েদ দরবার ৷
গওহরের থেকে প্রায় ১১ বছরের ছোট জায়েদ দরবার ৷ বেশ কিছু বছর ধরেই কোরিওগ্রাফার জায়েদের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন গওহর ৷ এবার শেষমেশ বিয়ে ৷
advertisement
advertisement
advertisement
বিয়ের নানা অনুষ্ঠানে গানের তালে একসঙ্গে নাচতেও দেখা গেল গওহর এবং জায়েদকে ৷ দু’জনের নামের সঙ্গে মিলিয়ে এই বিয়ের নামকরণ করা হয়েছে ‘গাজা’ ৷
বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করে গওহর লিখলেন, ‘আমার এক অংশ তোমার আরেক অংশের জুড়েই আমরা বেটার হাফ ৷ এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ! ’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2020 9:45 PM IST