Ganesh Chaturthi 2023: শিল্পা শেট্টি থেকে অক্ষয় কুমার, গণেশ চতুর্থীতে বিরাট আয়োজন, ভক্তদের শুভেচ্ছা বলি তারকাদের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ganesh Chaturthi 2023: ১৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই গণেশ উৎসব৷ বলি তারকারাও মেতে ওঠেন গণেশের আরাধনা৷ শিল্পা শেট্টি থেকে অক্ষয় কুমার,গণেশ চতুর্থীতে তাঁদের ভক্তদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন৷
মুম্বই: আজ গণেশ চতুর্থী৷ দেশ জুড়ে শুরু হয়ে গেল গণেশ পুদো৷ ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। টানা ১০ দিন ধরে ভগবান গণেশের পুজো করা হয়৷ ১৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই গণেশ উৎসব৷ বলি তারকারাও মেতে ওঠেন গণেশের আরাধনা৷ শিল্পা শেট্টি থেকে অক্ষয় কুমার,গণেশ চতুর্থীতে তাঁদের ভক্তদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন৷
বলিউড অভিনেতা অক্ষয় কুমার নিজের সোশ্যাল মিডিয়ায় গণপতির একটি ছবি পোস্ট করে লেখেন- ভগবান গণেশকে বাড়িতে আনার পর থেকেই আমাদের মন আনন্দে ভরে উঠেছে৷ তিনি যেন সমস্ত বাধা বিপত্তি দূর করেন৷ আমাদের মন ও জীবনকে খুশিতে ভরিয়ে দেন৷
As we welcome Lord Ganesha in our homes and hearts today, may He remove all obstacles and fill our lives with joy and prosperity. Ganpati Bappa Morya!
गणेश चतुर्थी की हार्दिक शुभकामनाएँ 🙏🏻 pic.twitter.com/NHPEf7XUsV— Akshay Kumar (@akshaykumar) September 19, 2023
advertisement
advertisement
আরও পড়ুন- চরম ঘনিষ্ঠতায় মত্ত সলমন! সোমির সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা, পরের ঘটনা শুনলে আঁতকে উঠবেন
অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা নিজের ইন্সটা স্টোরিতে গণপতির ছবি শেয়ার করে সমস্ত ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement

প্রতি বছরের মতো এবছরও নিজের বাড়িতে গণপতি বাপ্পাকে বরণ করেছেন শিল্পা শেট্টি। গণপতি বাপ্পার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, তিনি আগামীকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর বিকেলে লাইভ করবেন। তিনি সমস্ত ভক্তদের তাঁর সঙ্গে লাইভে যোগ দেওয়ার অনুরোধ করেছেন যাতে তাঁরাও গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে পারেন।
advertisement

সঞ্জয় দত্ত নিজের ইন্সটা স্টোরিতে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের৷

গণেশ চতুর্থীতে বলি নায়িকা অনুষ্কা শর্মাও গণপতি বাপ্পার একটি সুন্দর ছবি শেয়ার করেছেন এবং তাঁর সমস্ত ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন ।
advertisement

প্রতি বছরের মতো এবারও মুম্বইয়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। বলিউড সেলিব্রিটিরাও খুব ধুমধাম করে এই উৎসবটি উদযাপন করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 4:38 PM IST