Tollywood News: সাত পাকে বাঁধা পড়লেন 'ফুলকি'র নায়ক ও খলনায়িকা... পরিবার-বন্ধুদের সাক্ষী রেখেই আইনি বিয়ে

Last Updated:

পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং অবশ্যই টিম 'ফুলকি'কে নিয়ে নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্লাবে বসেছিল বিয়ের আসর। শার্লি পরেছিলেন লেহেঙ্গা। মানানসই শেরওয়ানি পরেছিলেন অভিষেক।

সাত পাকে বাঁধা পড়লেন 'ফুলকি'র নায়ক ও খলনায়িকা... পরিবার-বন্ধুদের সাক্ষী রেখেই আইনি বিয়ে
সাত পাকে বাঁধা পড়লেন 'ফুলকি'র নায়ক ও খলনায়িকা... পরিবার-বন্ধুদের সাক্ষী রেখেই আইনি বিয়ে
কলকাতা: টলিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই। সাতপাকে বাঁধা পড়লেন ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক অভিষেক ও খলনায়িকা শার্লি মোদক। পর্দায় একে অন্যের শত্রু এবং ‘প্রাক্তন’ হলেও, পর্দার বাইরে ছিল দারুণ বন্ধুত্ব। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে।
পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং অবশ্যই টিম ‘ফুলকি’কে নিয়ে নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্লাবে বসেছিল বিয়ের আসর। শার্লি পরেছিলেন লেহেঙ্গা। মানানসই শেরওয়ানি পরেছিলেন অভিষেক। বিয়ের অনুষ্ঠান সেরে মিডিয়ার সামনেই একে-অপরকে চুমু খেলেন বর-কনে।  দু’জনেরই এর আগে সম্পর্ক ভেঙেছে, অনেক ওঠা-পড়া দেখেছেন। অতীত অভিজ্ঞতা থেকেই হয়তো এবার তাঁরা প্রেমের ঘোষণা করেননি, বরং বিয়ে করে চমকে দিয়েছেন।
advertisement
বিয়েতে উপস্থিত ছিলেন ধারাবাহিকের নায়িকা ‘ফুলকি’ দিব্যাণী মণ্ডল, মিশমি দাস, সুদীপ সরকার, অনিন্দিতা রায়চৌধুরী, আভেরী সিংহ রায়। বিয়ের মেনু ছিল রাজকীয়। ‘ফুলকি’-এর সেটেই একে অপরের মধ্যে প্রেম খুঁজে পেয়েছেন তাঁরা। তাই সেই টিম যে আসবে, এ তো স্বাভাবিক। জমকালো সেজে, উপহার নিয়ে হাজির হয়েছিলেন সবাই। নবদম্পতিকে জানান অপরিসীম শুভেচ্ছা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood News: সাত পাকে বাঁধা পড়লেন 'ফুলকি'র নায়ক ও খলনায়িকা... পরিবার-বন্ধুদের সাক্ষী রেখেই আইনি বিয়ে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement