পেলে-সচিনেই মেতে আছেন এ আর রহমান !
Last Updated:
অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান এখন শুধু ব্যস্ত ক্রিকেট, ফটবল নিয়েই ৷ তাও আবার ক্রিকেটে শচীন ও ফুটবলে পেলে দেখেই দিন কাটাচ্ছেন রহমান ৷
#মুম্বই: অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান এখন শুধু ব্যস্ত ক্রিকেট, ফটবল নিয়েই ৷ তাও আবার ক্রিকেটে সচিন ও ফুটবলে পেলে দেখেই দিন কাটাচ্ছেন রহমান ৷ না,সঙ্গীত পরিচালনা ছেড়ে খেলোয়াড় হতে চান না রহমান ৷ পুরো কাব্যটাই ছবিতে সঙ্গীত দেওয়ার জন্য ৷ ব্যাপারটা হল, শচীনের বায়োপিক ও পেলের বায়োপিক দু’টি ছবিতেই সঙ্গীতের দায়িত্ব কাঁধে নিয়েছেন এ আর রহমান ৷ রহমানের কথায়, ‘পেলে ও সচিনের মতো খেলোয়াড় খুব কমই রয়েছে খেলার জগতে ৷ আর খেলা ব্যাপারটা কীভাবে গোটা বিশ্বকে এক সূত্রে বেঁধে দেয় ৷’ রহমানের কথায়, ‘আমার কাছে এটাই চ্যালেঞ্জ ৷ সুরে মধ্যে দিয়ে শচীন ও পেলের জীবনকে অন্য একটা মাত্রা দেওয়া ৷ আমি ধন্যবাদ জানাবো ছবির প্রযোজক ও পরিচালককে যাঁরা আমাকে এই কাজের জন্য অফার দিয়েছেন !’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2016 4:12 PM IST