এবারের বক্স অফিসে একসঙ্গে ৫ টা ছবি, কোনটা দেখবেন?

Last Updated:

‘সুলতান’, ‘কাবালি’ এখনও ঝড় তুলে চলেছে বক্স অফিসে ৷ তবে এই ঝড়কে পাশ কাটিয়ে এই সপ্তাহে আসতে ৫ টা ছবি ৷

#কলকাতা: ‘সুলতান’, ‘কাবালি’ এখনও ঝড় তুলে চলেছে বক্স অফিসে ৷ তবে এই ঝড়কে পাশ কাটিয়ে এই সপ্তাহে আসতে ৫ টা ছবি ৷ যার মধ্যে হিন্দি দুটি আর বাংলা তিনটি ছবি ৷ একে লং উইকএন্ড ৷ তার ওপর বক্স অফিসে একাধারে এতগুলো সিনেমা ৷ ভাবছেন কী দেখবেন? নো চিন্তা টিকিট বুক করার আগে, একবার দেখে নিন, কোনটা দেখবেন, কেন দেখবেন ৷
ঈগলের চোখ: পরিচালক অরিন্দম শীল ফের পর্দায় নিয়ে আসতে চলেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘শবর’ গোয়েন্দাকে ৷ এবার ‘ঈগলের চোখ’ ৷ ফের ‘শবর’-এর চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ ছবিতে রয়েছেন জয়া এহেশান, পায়েল সরকার, জুন মালিয়া ৷ প্রথম ছবি বক্স অফিসে হিট করেছিল ৷ একটি থ্রিলার ছবি যেমন হওয়া উচিত, অরিন্দম শীল সেইভাবেই তৈরি করেছিলেন ‘শবর’ ৷ এর মধ্যেই ট্রেলার আশা জাগিয়েছে৷ এবার পালা গোটা ছবি দেখার ৷
advertisement
হেমন্ত: শেক্সপিয়রের হ্যামলেটকে বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজ মিলিয়ে ছিলেন কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ৷ আর এবার টলিউডের পরিচালক অঞ্জন দত্ত ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগ করলেন শেক্সপিয়রের হ্যামলেটকে ৷ ছবির নাম দিলেন ‘হেমন্ত’ ৷ ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পায়েল সরকার ৷
advertisement
শিকাড়ি: অন্য দুই বাংলা ছবির চেয়ে ‘শিকাড়ি’র স্বাদ একেবারে আলাদা ৷ এই ছবি তৈরি হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ৷ ছবিতে অভিনয় করেছেন টলিউডের শ্রাবন্তী ও বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ৷ অ্যাকশন, রোমান্স ও গানে ঠাঁসা এই ছবি কিন্তু আলাদা চমক হতে পারে ৷
advertisement
রুস্তম: টলিউডের থেকে বলিউডে বক্স অফিসের লড়াইটা একটু হলেও জবরদস্ত ৷ কারণ এবার মুখোমুখো অক্ষয় কুমার ও হৃত্বিক রোশন ৷ ১৯৫৯ সালের বিতর্কে ওঠা নানাবতি মামলা নিয়েই তৈরি হয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি রুস্তম ৷ ছবির ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে ছবি নিয়ে উত্তেজনা প্রবল ৷ এই ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে ইলিয়ানা ডিক্রুজ ও এষা গুপ্তাকে ৷ ছবির জবরদস্ত প্রোমোশন কিন্তু নজর কেড়েছে আলাদা করেই !
advertisement
মহেঞ্জো দারো: আশুতোষ গোয়ারিকরের কস্টিউম ড্রামা ‘মহেঞ্জো দারো’র আসল ইউএসপিই হল ছবির সেট ও হৃত্বিক রোশন ৷ বহুদিন পর আবার বড়পর্দায় হৃত্বিক ৷ তার ওপর হরপ্পা সভ্যতা নিয়ে কৌতুহল ৷ প্রেমের গল্পের সঙ্গে এক করে, ‘মহেঞ্জো দারো’তে কী গল্প বলতে চলেছেন আশুতোষ গোয়ারিকর ! তা নিয়েই কৌতুহল তুঙ্গে ! ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে এআর রহমানের সুরে ছবির গানগুলো !
advertisement
বেছে নিন কোনটা দেখবেন ৷ অললাইনে বুক করে ফেলুন টিকিট ! শুভ হোক আপনার লং উইকএন্ড ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবারের বক্স অফিসে একসঙ্গে ৫ টা ছবি, কোনটা দেখবেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement