দর্শকের দরবারে একগুচ্ছ নতুন বাংলা ওয়েব সিরিজ..... এরপর কি ? জি ৫ -এ কামাল অফার
- Published by:Debalina Datta
- Written by:Manash Basak
Last Updated:
অঞ্জন দত্ত, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, সাহানা দত্ত, দেবালয় ভট্টাচার্য, সায়ন্তন ঘোষাল ,নির্ঝর মিত্র, অরিত্র সেন , জয়দীপ মুখোপাধ্যায় এর মত একাধিক পরিচালক সিরিজ তৈরি করেছেন।
#কলকাতা: সিনেপ্রেমীদের জন্য একগুচ্ছ অরিজিনাল বাংলা সিরিজ আসতে চলেছে। যেখানে বাংলার সব তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছেন পরিচালনার দায়িত্বে রয়েছেন টলিউডের বিশিষ্ট সব পরিচালকেরা। বাংলার দর্শকদের জন্য এই সুযোগ করে দিচ্ছে জি ৫ । দর্শকদের একেবারে নতুনভাবে, নতুন রূপে একগুচ্ছ নতুন গল্প দেখার সুযোগ করে দিল এই ওটিটি প্ল্যাটফর্ম।
অঞ্জন দত্ত, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, সাহানা দত্ত, দেবালয় ভট্টাচার্য, সায়ন্তন ঘোষাল ,নির্ঝর মিত্র, অরিত্র সেন , জয়দীপ মুখোপাধ্যায় এর মত একাধিক পরিচালক সিরিজ তৈরি করেছেন।

advertisement
advertisement
অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার, উষসী রায়, ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী,ইন্দ্রানী হালদার, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, ঐন্দ্রিলা সেন, অনন্যা চট্টোপাধ্যায়, পায়েল সরকার, কৌশানী মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তী সহ বহু চেনা মুখদের।
advertisement
বৈচিত্র্যে ভরা ওয়েব সিরিজ গুলি একে অপরের থেকে একেবারে ভিন্ন স্বাদের। যেমন থাকছে রাজ চক্রবর্তী ' আবার প্রলয়'। আবারও শাশ্বত চট্টোপাধ্যায়ের ম্যাজিক ধরা দেবে পর্দায়। সঙ্গে থাকছেন পরান বন্দ্যোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীর মত অভিনেতারা। এছাড়াও নির্ঝর মিত্রের ' শিকারপুর ' সিরিজের মধ্যে দিয়ে ওটিটিতে পা রাখতে চলেছেন অঙ্কুশ হাজরা। শিকারপুরে অঙ্কুশের সঙ্গে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও সন্দীপ্তা সেন। ' রক্তকরবী' সিরিজে দেখা যাবে রাইমা সেন ও বিক্রম চট্টোপাধ্যায়কে। অরিন্দম শীল তৈরি করেছেন ' সাবাস ফেলুদা'। এছাড়াও রয়েছে ' মাৎস্যন্যায় ', ' ছোটলোক ', ' কাটায় কাটায় ', শেতকালী ', ‘সেভেন' এর মত একাধিক সিরিজ।
advertisement
সম্প্রতি জি ৫ এসব সিরিজগুলির ট্রেলার লঞ্চ করল এক তারকা খচিত কার্টেন রেজার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ এইসব সিরিজগুলির পরিচালক এবং বেশিরভাগ কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
দর্শকরা ওটিটি প্ল্যাটফর্ম এর সর্বদাই একটু নতুন কিছু দেখতে চায়। আর সেই আশ্বাস তাঁদেরকে দিচ্ছে জি ৫। তবে এরপর কী? এরপরও আছে আরও অনেক নতুন চমক একাধিক জনপ্রিয় বাংলা ছবিও দেখা যাবে জি ৫ এর এই প্ল্যাটফর্মে।
advertisement
Manash Basak
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2022 8:47 AM IST