মাথার সিঁদুর থেকে চুম্বন, রেখা সবই জানালেন বায়োগ্রাফিতে !
Last Updated:
রেখাকে নিয়ে বলিউডে কৌতুহলের কমতি নেই ৷ তাঁর জীবন এখনও সবার কাছেই অধরা ৷
#মুম্বই: রেখাকে নিয়ে বলিউডে কৌতুহলের কমতি নেই ৷ তাঁর জীবন এখনও সবার কাছেই অধরা ৷ কেরিয়ার থেকে শুরু করে, প্রেম, বিয়ে ! বার বার নিজেকে টেনে নিয়ে এসেছেন নানা বিতর্কে ৷ রেখার সঙ্গে অমিতাভের প্রেম তো এখনও সুপারহিট বলিউডি প্রেম বাজারে ৷ আর সে কথাই এবার উঠে এল বইয়ের পাতায় ৷ লিখলেন, ইয়াসের উসমান ৷ আর এই লেখকের কাছেই অকপটে জীবনের প্রায় প্রত্যেকটি অধ্যায় তুলে ধরলেন রেখা !
লেখক উসমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রথম ছবি থেকে শেষ ছবি ৷ ছবির ভিতরের গল্প, পর্দার বাইরের প্রত্যেকটি ঘটনাকেই নিজের মতো করে লেখকের কাছে তুলে ধরেছিলেন রেখা ৷ কীভাবে রেখাকে প্রথম ছবি ‘অনজনা সফর’-এ জোর করে ঠৌঁটঠাসা চুমু খেতে বাধ্য করেছিল পরিচালক রাজা নাওয়াথে ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়৷ দৃশ্যটি শ্যুটিংয়ের আগে একেবারেই রেখাকে জানানো হয়নি ৷
advertisement
শুধু তাই নয়, বায়োগ্রাফিতে রেখা স্পষ্টই জানিয়েছেন, প্রথম স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যার কথা, বিনোদ মেহরার সঙ্গে সম্পর্ক ৷ রেখা মুখ খুলেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ৷ নিজের পাওয়া, না পাওয়া সবই ফুটিয়ে তুলেছেন লেখক উসমানের কলমের সাহায্যে !
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2016 6:11 PM IST
