সঞ্জয়ের সাজে চেনা দায় রণবীরকে
Last Updated:
বহুদিন ধরেই আলোচনাতে ছিল রণবীর কাপুর পা গলিয়েছেন সঞ্জয় দত্তের জুতোয় ৷
#মুম্বই: বহুদিন ধরেই আলোচনাতে ছিল রণবীর কাপুর পা গলিয়েছেন সঞ্জয় দত্তের জুতোয় ৷ রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জুবাবার চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর ৷ আর এই খবর বলিউডে আসা মাত্রই তুমুল কৌতুহল ৷ অনেকেই প্রশ্ন তুলেছিলেন রণবীর কাপুরের মতো চকোলেট হিরো কি মারবে সঞ্জয় দত্তের মতো চরিত্রে অভিনয় করতে?
শোনা গিয়েছিল মুম্বইয়ের এক ফিল্ম পার্টিতে রণবীরকে ধরে সঞ্জয় নাকি সোজাসুজি বলেছিলেন, সঞ্জয়ের চরিত্রে অভিনয় একমাত্র সঞ্জয়ই করতে পারে ! তবে সে ঝামেলা আজ পুরনো ৷ অনুরাগ বসুকে সঙ্গে নিয়ে রণবীর দেখা করেছিলেন সঞ্জয় দত্তের সঙ্গে৷ ছবহি নিয়ে কথাও বলেছেন তিনি ৷
শুরু হয়েছে সঞ্জয় দত্তের বায়োপিকের শ্যুটিং ৷ আর সঞ্জয়ের লুকে রণবীরকে দেখা হতবাক গোটা দুনিয়া ৷ দু’জনের চেহারায় এতটাই মিল!
advertisement
advertisement
বলিউডে এসে মোটামুটি চকোলেট হিরোর জুতোতেই পা গলিয়ে দিয়েছিলেন রণবীর কাপুর ৷ তবে যত দিন যাচ্ছে, ততই নিজেকে একেবারে বদলে ফেলে অনেক বেশি এক্সপেরিমেন্ট রণবীর ৷ তাই হয়তো কখনও প্রকাশ ঝা-র ‘রাজনীতি’, তো কখনও অনুরাগ বাসু-র ‘বরফি’ ছবিতে অভিনয় করেছেন রণবীর ৷
তবে এবার রণবীর অভিনয়ের জন্য যা করতে চলেছেন, তা দেখে হতবাক গোটা বলিউড ৷
advertisement
রাজকুমার হিরানি-র সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জুবাবার চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর ৷ এ খবর বলিউডে নতুন নয় ৷ এমনকী, এক পার্টিতে এই ছবি নিয়ে সঞ্জয় দত্তের সঙ্গে বচসাও হয়েছিল রণবীরের ৷ তবে নতুন খবর অনুযায়ী, ছবির সঞ্জয় দত্ত হওয়ার জন্য একেবারে সঞ্জয় দত্তের ছাঁচেই নিজেকে ফেলতে চাইছেন রণবীর ৷
advertisement
সম্প্রতি অনুরাগ বাসুকে সঙ্গে নিয়ে সঞ্জয় দত্তের বাড়িতে পৌঁছেছিলেন রণবীর কাপুর ৷ আর সেখানেই নজরে এল এক নতুন রণবীরকে ৷ সঞ্জয় দত্তের মতো আদব-কায়দায় নিজেকে অভ্যস্ত করার জন্য নিজের লুকে চেঞ্জ এনেছেন রণবীর ৷ এমনকী, হাঁটা-চলাতেও সঞ্জয় দত্তকেই নকল করছেন তিনি ৷
জানা গিয়েছে, সঞ্জয় দত্তের বাড়িতে গিয়ে অনেকক্ষণ আলাপ-আলোচনাও করেছেন রণবীর ও অনুরাগ ৷ রণবীরকে নাকি ছবি নিয়ে নানা টিপসও দিয়েছেন সঞ্জুবাবা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2017 2:20 PM IST