বিয়ের পরদিন সকালে রাজের সামনে এভাবেই ধরা দিলেন শুভশ্রী

Last Updated:
#বজবজ: বিয়েটা হতে হতে মাঝ রাত কাবার ৷ সারাটাদিন ধরে বাওয়ালি রাজবাড়িতে একের এক আচার অনুষ্ঠান আসছিল ৷ একটুও দম ফেলার ফুসরত নেই ৷ অবশ্য বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান ৷
আইবুড়ো ভাত থেকে মেহেন্দি ৷ সঙ্গীতের ফোটোশ্যুট থেকে নাচ-গান সবই হয়েছে জমিয়ে ৷ আর বিয়ের আয়োজন যে এলাহি ছিল সে তো সবারই জানা ৷ যতই হোক টলি টাউনের পয়লা নম্বর অভিনেত্রী আর ‘দ্য মোস্ট হ্যান্ডসাম হাঙ্ক’পরিচালকের বিয়ে বলে কথা ৷ একটু আমোদ-আল্হাদ না হলে হয় নাকি ! বাওয়ালি বাড়িতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের ভিড় ৷ একটা গম গম ব্যাপার ৷ বিয়ের বাসরটা উঠেছিল বেশ জমে ৷
advertisement
রাজ চক্রবর্তীর ফেসবুক পোস্ট
advertisement
তাই বর-কনেকে জেগে থাকতে হয়েছিল ভোর পর্যন্ত ৷ সেই কারণে সদ্য বিবাহিত দম্পতির ঘুম ভেঙেছে অনেকটা দেরিতে ৷ এদিন ঘুম থেকে ওঠার পরই ফ্রেমবন্দি হলেন শুভশ্রী ৷ সামনে এল বিয়ের পর শুভশ্রীর প্রথম ছবি ৷ ফেসবুকে সেই ছবিটি নিজেই শেয়ার করেছেন রাজ ৷ ছবির নীচে রাজের ক্যাপশন, ‘‘গুড মর্নিং লাইফ...’ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের পরদিন সকালে রাজের সামনে এভাবেই ধরা দিলেন শুভশ্রী
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement