'ভাট' পরিবারে বিরাট দুঃসংবাদ... নিজের সবথেকে প্রিয় মানুষটাকে হারালেন পরিচালক, হাউহাউ করে কাঁদছে বলিউড
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টোয় ভারসোভা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
বলিউডে শোকের ছাযা। শনিবার ৮৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন পরিচালক বিক্রম ভাটের মা বর্ষা ভাট। দীর্ঘদিন ধরেই ছিলেন অসুস্থ ছিলেন তিনি। বয়সজনিত কারণেই মৃত্যু হয় তাঁর।
৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টোয় ভারসোভা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুর খবর প্রথমে একটি প্রতিবেদন হিসেবে প্রকাশিত হলেও পরে পরিবার থেকে তা নিশ্চিত করা হয। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। জানা গিযেছে যে তিনি দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে মাল্টি অরগান ফেলিওয়ের কারণে মারা যান তিনি।
advertisement
advertisement
advertisement
শেষ ছবি ‘তুমকো মেরি কসম’-এ অনুপম খের, এষা দেওল, আদা শর্মা এবং ইশওয়াক সিং মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সম্প্রতি পরিচালক তাঁর অটোইমিউন অবস্থা সম্পর্কে মুখ খুলেছেন। তিনি এও বলেন, “আমি সবসময়ই ডিপ্রেশনে ভুগছি। শ্বেতাকে (স্ত্রী) আমার জীবনে রাখতে চাইনি কারণ আমি বলতাম, ‘কেন তুমি একজন বিষণ্ণ ব্যক্তির সঙ্গে থাকতে চাও? আমার একটি অটোইমিউন রোগ আছে, একে অ্যাক্সিয়াল স্পন্ডিলোআর্থ্রাইটিস বলা হয়। এটি এক ধরনের আর্থ্রাইটিস যেখানে হাড়গুলি মিশে যেতে শুরু করে। এর ফলে প্রচুর ব্যথা হয়।”
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 2:26 PM IST