Student of the Year 2 Review: পুরনো গল্পে নতুন তারকা নিয়েও করণের কলেজ প্রেম জমল না !

Last Updated:
#কলকাতা: প্রযোজক হিসেবে করণের সময় ভালো যাচ্ছে না ৷ দারুণ স্টারকাস্ট নিয়ে ‘কলঙ্ক’ ডুবল ৷ আর এবার নতুন স্টারকাস্ট নিয়ে ডুবতে চলল করণের কলেজ প্রেম !

স্টুডেন্ট অফ দ্য ইয়ার

2/5
undefined undefined 10.05.2019|হিন্দিNaN hrs NaN mins|ড্রামা
Starring:টাইগার শ্রফ, তারা সুতারিয়া, অনন্যা পাণ্ডেDirector:পুনিত মালহোত্রাMusic:
Watch Trailer
২০১২ সালে মুক্তি পায় করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৷ করণের হাত ধরে বলিউডে পা রাখেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান ৷ বলিউডে এই তিনজন জমিয়ে অভিনয় করছেন ৷ করণের স্টুডেন্ট অফ দ্য ইয়ার বক্স অফিসেও সাফল্য পেয়েছিল ৷ ‘কুছ কুছ হোতা হ্যায়’ আদলে ছবি বানিয়ে করণ কিন্তু তাক লাগিয়েছেন ৷ তবে পুরনো কাসু্ন্দির যে সব সময় ঝাঁঝ থাকে না, তা প্রমাণ করল করণের এই নতুন স্টুডেন্ট অফ দ্য ইয়ার ! তবে এবার দোষারোপটা করণের নয়, বরং পরিচালক পুনিত মালহোত্রার ! আমির খানের ‘জো জিতা উহহি সিকন্দর’ ছবি থেকে গল্প টুকে, ঝকঝকে রং লাগিয়ে তৈরি করে ফেললেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ৷ আর সেই পুরনো গল্পে নতুন মুখ দেখেই হতাশ দর্শক !
advertisement
টাইগার শ্রফ প্রত্যেক ছবির মতোই এই ছবিতেও জমিয়ে অ্যাকশন করেছেন, দারুণ নেচেছেন ৷ নতুন তিন মুখে আদিত্য শীল, তারা সুতারিয়া ও অনন্যা পাণ্ডেকে দেখতে ভালো লাগে ৷ সবাই মিলেই ছবিকে তুলে ধরতে চেষ্টা করেছেন নিজের মতো করে ৷ যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারা সুতারিয়া ৷
advertisement
প্রথম স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে ‘ইশকওয়ালা লাভ’ আর ‘রাধা’ গান মন কেড়েছিল ৷ কিন্তু এই নতুন স্টুডেন্টের এমন কোনও গান নেই যা কিনা মনে থাকার মতো ৷ তাই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সব দিক থেকে করণের দুর্বল প্রচেষ্টা !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Student of the Year 2 Review: পুরনো গল্পে নতুন তারকা নিয়েও করণের কলেজ প্রেম জমল না !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement