রাষ্ট্রপতির কাছে আর্জি পরিচালকের ! National Film Awards-এ স্থান দেওয়া হোক তৃত্বীয় লিঙ্গের শিল্পীদের !

Last Updated:

তৃত্বীয় লিঙ্গের শিল্পীদের জন্য আওয়াজ তুললেন অসমের পরিচালক ও ফিল্ম ক্রিটিক উৎপল দত্ত।

#অসম:  আমাদের দেশ শুধু নয়, বিশ্বের অনেক জায়গাতেই এখনও তৃতীয় লিঙ্গের মানুষ বা ট্রান্সজেন্ডারদের সঠিক সম্মান দেওয়া হয় না। এ নিয়ে অনেক জায়গাতেই অনেক প্রশ্ন ওঠে। আন্দোলন হয়। এবার সেই কথা মাথাতে রেখেই তৃত্বীয় লিঙ্গের শিল্পীদের জন্য আওয়াজ তুললেন অসমের পরিচালক ও ফিল্ম ক্রিটিক উৎপল দত্ত। তিনি রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে আবেদন করেছেন, ভারতের জাতীয় চলচ্চিত্র উৎসবে তৃতীয় লিঙ্গের শিল্পীদের জন্য একটি পুরষ্কার বরাদ্দ রাখার জন্য ৷
তিনি জানান, যে এই অন্তর্ভুক্তিকরণ তৃতীয় লিঙ্গের শিল্পীদের শুধু উৎসাহিতই করবে না, পাশাপাশি তাদের যথাযথ সম্মান এবং সামাজিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে ও ভূমিকা নেবে অনেকটাই ৷ বছরের পর বছর ধরে বঞ্চিত ছিলেন তাঁরা । এর আগে সরকারের তরফ থেকে সমস্ত সরকারি কর্মক্ষেত্রে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ তাই তাঁর দৃঢ় বিশ্বাস, জাতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে এই পুরষ্কারও তাদের প্রতি সমর্থন বাড়াবে ৷
advertisement
প্রসঙ্গত, ‘থ্রু ট্রাস্ট এন্ড ফিয়ার’, ‘বহুব্রিতা’, ‘জিগল পর সেস নাই’, এই ছবিগুলির জন্য বিখ্যাত পরিচালক উৎপল দত্ত৷ তিনি আরও বলেন, ডিএফএফ দ্বারা পরিচালিত জাতীয় চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতা এবং সেরা গায়কের পুরষ্কারে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি চলচ্চিত্রের কলাকুশলীদের মধ্যে সুসম্পর্ক ও একে অপরকে সহযোগিতা করার ক্ষেত্রে ও সুবিধাজনক হবে৷
advertisement
advertisement
এর আগে ২০১৪ সালে সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় দেয়৷ সেখানে বলা হয়, শিক্ষা, চিকিৎসা বা বিভিন্ন কাজের ক্ষেত্রে সমান অধিকার পাবেন তৃতীয় লিঙ্গের ব্যাক্তিরা। এই রায়কেও সাদরে গ্রহণ করেন পরিচালক উৎপল দত্ত৷
Simli Dasgupta
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাষ্ট্রপতির কাছে আর্জি পরিচালকের ! National Film Awards-এ স্থান দেওয়া হোক তৃত্বীয় লিঙ্গের শিল্পীদের !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement