ক্যালেন্ডারের পাতায় ‘বাংলা ছবির ১০০ বছর’

Last Updated:
#কলকাতা: বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিংবদন্তীদের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার’ তো দেওয়া হয়েই থাকে ৷ কিন্তু কোনও ফ্যাশন ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে মডেলদের র‍্যাম্প ওয়াকের পাশাপাশি পুরনো শিল্পীদের হাতে সম্মান তুলে দেওয়া, এমন দৃশ্য হয়তো সচরাচর দেখা যায় না ৷ কিন্তু এই অভিনব ‘কম্বিনেশন’-টাই এবছর ক্যালেন্ডার লঞ্চের দিন করে দেখাল নীল রায়ের সংস্থা ‘ফেস’ ৷  ক্যালেন্ডারের থিমও যথেষ্ট ইউনিক- ‘ বাংলা সিনেমার ১০০ বছর পূর্তি’ ৷ সেখানে ১২ পাতা জুড়েই ছড়িয়ে রয়েছে , ‘চারুলতা’, ‘দেনাপাওনা’, ‘পথের পাঁচালি’, ‘সপ্তপদী’-র মতো এভারগ্রিন বাংলার ছবির স্মৃতি ৷
IMG_1653 IMG_1812
বাংলা ছবির সর্বকালের অন্যতম সেরা নায়িকা সুপ্রিয়া দেবী - সাবিত্রী চট্টোপাধ্যায়, গায়িকা আরতি মুখোপাধ্যায়, পরিচালক তরুণ মজুমদার, সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায় এবং শক্তি বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার মধ্যে দিয়েই ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠান শুরু হয় ৷ কিংবদন্তীদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা অর্জুন চক্রবর্তী, পরিচালক রাজ চক্রবর্তী , অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷
advertisement
advertisement
IMG_1642
বাংলা সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্রদের সম্মান প্রদর্শনের ফাঁকেই অবশ্য ‘রেট্রো আউটফিট’-এ র‍্যাম্প মাতালেন ক্যালেন্ডারের ১২ প্রতিযোগী ৷ প্রথম রাউন্ডে ‘ম্যাক্স’-এর পোশাকে ঝকঝকে এন্ট্রি নিলেন প্রতিযোগিরা ৷ পাশাপাশি সোহিনী বসু ও অঙ্কিতা চৌধুরির রেট্রো ডিজাইন করা পোশাকে সিনেমার সুবর্ণ যুগের স্মৃতিকে ফিরিয়ে এনেছিলেন ক্যালেন্ডার গার্লসরা ৷ অনুষ্ঠান শেষে ক্যালেন্ডারে মুগ্ধ অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, ‘যারা ভবিষ্যৎ ,তারা আজ দেখা করার সুযোগ পেল লেজেন্ডদের সঙ্গে ৷ ফ্যাশন, গ্ল্যামার যাদের হাতে তৈরি হয়েছিল, তাদেরকে আজ সংবর্ধনা দেওয়া হল ৷ এই মঞ্চে পা দিল এমন কিছু ছেলেমেয়ে যাদের ভবিষ্যতের টার্গেট হয়তো ওই মানুষগুলো হয়ে ওঠা ৷ তাই আমি এইটুকু বলতে পারি এটা একটা খুব ভালো মুহূর্ত, যেখানে অতীত এবং আগামীর মেলবন্ধন ঘটল ৷ ’’
advertisement

প্রতিবেদন ও ছবি: সিদ্ধার্থ সরকার

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যালেন্ডারের পাতায় ‘বাংলা ছবির ১০০ বছর’
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement