Nachiketa Chakraborty: ‘তীর্থস্থান’ রায়বাড়িতে সিঁড়ি ভেঙে উঠলেন নচিকেতা, তাঁর কণ্ঠে ফেলুদার গান প্রকাশ করলেন সন্দীপ রায়
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Manash Basak
Last Updated:
Nachiketa Chakraborty: গানের প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল সত্যজিৎ রায়ের বাড়িতে, খোদ সন্দীপ রায়ের উপস্থিতিতে
কলকাতা : সত্যজিৎ রায়ের অমর গোয়েন্দা চরিত্র ফেলুদাকে নিয়ে গান গাইলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী । মূল ভাবনা এবং গানের কথা অভিজিৎ পালের। এখানে নচিকেতা চক্রবর্তী তোপসের ভূমিকায়। তোপসের চোখে ফেলুদার বর্ণনাই এই গানের মূল বক্তব্য।এ গানের প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল সত্যজিৎ রায়ের বাড়িতে, খোদ সন্দীপ রায়ের উপস্থিতিতে।
নচিকেতা চক্রবর্তী বললেন, “এরকম একটা রিলিজ সত্যি ভাবিনি। ভেবেছিলাম অন্য কোনও জায়গায় হবে।আমি সত্যি আপ্লুত। আর অনেকের মতো আমিও ফেলুদার ভক্ত। আমি আমার প্যাশন থেকে গেয়েছি। পরের বছর নিজে লিখে, সুর করে, গাইব সত্যজিৎ রায়কে নিয়ে গান। অভিজিৎ খুব সুন্দর লিখেছেন, কৌস্তব চট্টোপাধ্যায় এর সুরে গানটা গেয়ে খুব ভাল লেগেছে আমার।এ বাড়ি আমার কাছে তীর্থস্থান, তাই লিফ্ট দিয়ে নয়, সিঁড়ি ভেঙে উঠেছি।”
advertisement
advertisement

সন্দীপ রায় বললেন,” আসলে ফেলুদা, প্রোফেসর শঙ্কু এঁরা সবাই হলেন সত্যজিৎ রায় স্বয়ং। তাই ফেলুদার বাড়িতেই গানটা প্রকাশ পাক, সেটাই চেয়েছিলাম। ফেলুদাকে নিয়ে গান প্রকাশের এই বাড়ির থেকে আর ভাল জায়গা কী-ই বা হতে পারত!” অভিজিৎ পালের কথায়, তাঁর অনেক দিনের স্বপ্ন পূর্ণ হল। গানটা এফএমডি বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 3:44 PM IST