শ্যাম বেনগলের ইন্দো-পাকিস্তান সিনেমায় অভিনয় করবেন ফাওয়াদ খান!
Last Updated:
উরি হামলার পর থেকেই বলিউডে পাকিস্তানি অভিনেতাদের কাজ করা নিয়ে নানা মহলে নানারকম মন্তব্য ৷ এমনকী, উরি হামলার
#মুম্বই: উরি হামলার পর থেকেই বলিউডে পাকিস্তানি অভিনেতাদের কাজ করা নিয়ে নানা মহলে নানারকম মন্তব্য ৷ এমনকী, উরি হামলার সমালোচনা করে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিল ভারত ছাড়তে হবে বলিউডে থাকা পাকিস্তানি অভিনেতাদের ৷ মহারাষ্ট্র নব নির্মাণ সেনার তালিকায় উঠে এসেছিল বলিউডে জনপ্রিয়, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের নাম ৷ ছিলেন নায়িকা মাহিরা খানও ৷ আর এই বির্তকের পরই প্রায় গোপনেই দেশ ছাড়েন ফাওয়াদ খান ৷
এবার খবরে এসেছে, বলিউড ছবির পরিচালক শ্যাম বেনগলের প্রযোজিত ইন্দো-পাকিস্তান ছবিতে অভিনয় করতে চলেছেন ফাওয়াদ খান ৷ ডেকান ক্রনিক্যালের খবর অনুযায়ী, ছবিটির নাম ‘ইয়ে রাস্তে হ্যায় প্যার কে’ ৷ আর এই ছবিতেই এক মিউজিশিয়নের ভূমিকায় দেখা যাবে ফাওয়াদ খানকে ৷
তবে ছবিটি পরিচালনা করছেন হরিশ নারায়ন ৷ তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমার মনে হয় এই সময়ই এই ছবিটা করা উচিত ৷ কারণ দুই দেশের মধ্যে এখন টানাপোড়েন ৷ আর এই ভুল বোঝাবুঝি মেটাতেই এই ছবি ৷ ’
advertisement
advertisement
উরি জঙ্গি হামলার পর বলিউডে পাকিস্তানি অভিনেতাদের নিয়ে রীতিমতো বিক্ষোভ শুরু করে মহারাষ্ট্র মহানির্মাণ সেনার কর্মীরা ৷ এমনকী, বলিউডের ছবিতে কর্মরত পাকিস্তানি অভিনেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার হুমকিও দেন তাঁরা ৷ মহানির্মাণ সেনার হুমকির মুখে পড়েন ফাওয়াদ খান, মাহিরা খান ও আতিফ আসলাম, আলি জফরের মতো অভিনেতারা ৷
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, গোটা বলিউডে রটেছে কাউকে কিছু না জানিয়ে, একেবারে গোপনভাবে দেশ ছেড়ে পাকিস্তানে নিজের বাড়িতে রওনা দিয়েছেন নাকি ফাওয়াদ খান ৷
advertisement
খবরে এসেছে, করণ জোহরের আসন্ন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি নিয়েও সমালোচনা শুরু করে দিয়েছে মহানির্মান সেনা ৷ এমনকী, তাঁরা আটকেও দিতে পারেন ছবির মুক্তি ৷ এরকম ঘটনার আঁচ পেয়ে করণ আগেই জানিয়ে ছিলেন ছবির প্রোমোশনে নাও থাকতে পারেন ফাওয়াদ খান৷ সেই কথার সূত্র ধরেই কী তাহলে দেশ ছাড়তে বাধ্য হলেন ফাওয়াদ? গুঞ্জনে এসেছে, ফাওয়াদ কবে ফের ভারতে ফিরবেন, তা নিয়ে কোনওরকম আঁচ পাওয়া যায়নি ৷
advertisement
সোনম কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘খুবসুরত’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন ফাওয়াদ খান ৷ তবে টিভি ধারাবাহিকের হাত ধরে তার আগেই জনপ্রিয় হয়ে গিয়েছিলেন ফাওয়াদ ৷ সম্প্রতি ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে অভিনয় করে আলাদা করে নজর করেছিলেন ফাওয়াদ ৷ এছাড়াও নানা অ্যাওয়ার্ড ফাংশনেও হাজির হয়ে লাইম লাইট কেড়ে নিয়েছিলেন ফাওয়াদ ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2016 8:31 PM IST