প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত

Last Updated:

কলকাতার ব্রড স্ট্রিটের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷

#কলকাতা: হঠাৎই কলকাতা শহরের বুকে এসে পড়ল দুঃখের খবর ৷ কলকাতার মানুষের, বিশেষ করে ফ্যাশন দুরস্ত মানুষের প্রিয় ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত প্রয়াত ৷ বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তাঁর ৷ কলকাতার ব্রড স্ট্রিটের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷
যদিও ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যুর কারণ জানা যায়নি৷
পুরুষের ফ্যাশনকে নিজের হাতের মুঠোয় একেবারে নিয়ে রেখেছিলেন শর্বরী দত্ত ৷ পুরুষের বাহারি ধুতি-পঞ্জাবী মানেই শর্বরী দত্ত৷ পুজো থেকে শুরু করে বিয়ে, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরুষের সাজকে একেবারে সম্পূর্ণ করে তুলত শর্বরী দত্তের ডিজাইন করা পোশাক ৷ বলা ভালো যখন অন্যান্য ফ্যাশন ডিজাইনরা মহিলাদের ফ্যাশন নিয়েই ব্যস্ত, সেই সময় শর্বরী পা রাখেন পুরুষের ফ্যাশন অন্দরে ৷ বাকিটা ফ্যাশন জগতের ইতিহাসে লেখা ৷ শর্বরী মানেই ট্রেন্ড সেটার ৷ তাঁর ‘শূন্য’ সিগনেচার পোশাক তো গোটা বিশ্বে ছড়িয়ে ৷
advertisement
advertisement
শর্বরীর সিগনেচার স্টাইল রঙিন ধুতি। ১৯৯১ সালে পার্ক সার্কাসের কনক্লেভ’এ প্রথম প্রদর্শনী করেছিলেন। স্রেফ পুরুষদের জন্যই পোশাক রেখেছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ৷ ২৯ বছর ধরে ফ্যাশন জগতে শর্বরী মানেই পোশাকে বাঙালিয়ানা ৷
তাঁর এই অকাল প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া গোটা শহরে ৷ গোটা ফ্যাশন জগতে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement