কানাডার রাস্তায় ক্যাটরিনা কাইফকে হেনস্থা !
Last Updated:
বিদেশে ট্যুরে গিয়ে এরকম ঘটনার মুখোমুখি হতে হবে, সেটা যেন স্বপ্নেও ভাবেননি ক্যাটরিনা কাইফ৷
#টরেন্টো: বিদেশে ট্যুরে গিয়ে এরকম ঘটনার মুখোমুখি হতে হবে, সেটা যেন স্বপ্নেও ভাবেননি ক্যাটরিনা কাইফ৷ তাই ক্যাটরিনা কিছুটা হতবাক, কিছুটা ভিত ৷ ক্যাটরিনার সঙ্গেই যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ ছাড় পাবেন কীভাবে ? এরকমটাই বার বার বলতে শোনা গেল ক্যাটের মুখে ৷
কাণ্ডটা হল, ক্যাটরিনা আপাতত ব্যস্ত রয়েছেন সলমন খানের দাবাং ট্যুরে ৷ সলমনের এই দাবাং ট্যুর মানেই বিনোদন একশো শতাংশ ৷ এই ট্যুরে ক্যাটরিনা ছাড়াও রয়েছেন জ্যাকলিন, সোনাক্ষি সিনহা, বরুণ ধাওয়ানের মতো নামি-দামি বলিউড তারকারা ৷ এত জনের মাঝে ক্যাটরিনার সঙ্গেই ঘটে গেল এরকম কাণ্ড !
advertisement
advertisement
ভ্যানকুভারের রাস্তা দিয়ে সকাল সকাল নিজের ম্যানেজারের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন ক্যাটরিনা ৷ হঠাৎ করেই ক্যাটরিনাকে ঘিরে ধরে প্রায় জন সাতেক লোকজন ৷ ভিড় জমতে থাকে ক্রমশই ৷ লোকজনের আবদার, ক্যাটরিনার সঙ্গে সেলফি তুলতেই হবে ! প্রথমে কয়েকটা সেলফি ক্যাট তুললেও, পরের দিকে ক্যাট একটু বিরক্তি বোধ করেন এবং স্পষ্টই ক্যাটরিনা ফ্যানদের জানান, ‘প্লিজ বন্ধ করুন ৷ ছবি তুলবেন না’ ৷ ক্যাটরিনার মুখে একথা শুনে, হঠাৎই ক্ষেপে যান সবাই ৷ ব্যস, রাস্তার মাঝে দাঁড়িয়ে ক্যাটরিনাকে অশ্লীল ভাষায় আক্রমণও করতে ছাড়েননি কেউ কেউ!
advertisement
তবে এই বিষয়ে আর সময় নষ্ট করেননি ক্যাট ৷ দ্রুত ঢুকে গিয়েছেন হোটেল রুমে !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2018 8:24 AM IST