প্রাপ্তবয়স্কদের লাঞ্চে ডাকছেন সানি লিওন, কীভাবে যাবেন জেনে নিন
Last Updated:
#লস অ্যাঞ্জেলস: সানি লিওনকে টিভি কিংবা রুপোলি পর্দায় দেখেই আপনি কাত ৷ কতই না বিনিদ্র রাত কেটেছে এই স্বপ্নসুন্দরীর কথা ভেবে ৷ স্ক্রিনে সানি এলেই তাঁর শরীরী বিভঙ্গে মশগুল হয়েছেন আপনিও ৷ একবার সামনে থেকে এই ডিভাকে ইচ্ছে হয়েছে আপনারও ৷ কিন্তু ইচ্ছে থাকলেই যে সব সময় উপায় হবে, তেমনটা তো নয় ৷ এই কথা ভেবে নিজের ইচ্ছেগুলোকে মনের গভীরে লুকিয়ে রেখেছেন আপনি ৷
তবে, আপনাদের জন্য সুখবর ৷ আপনিও দেখা করতে পারেন সানি লিওনের সঙ্গে ৷ কাটাতে পারেন দুটি ঘণ্টা ৷ সেরে নিতে পারেন মধ্যাহ্ন ভোজনও ৷ সানি নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন ৷
আর সুন্দরীর সঙ্গে সাক্ষাতের জন্য গাঁটের কড়ি খসাতে হবে আপনাকে ৷ সানির সঙ্গে লাঞ্চ করতে হলে দিতে হবে আড়াই হাজার ইউএসডি ৷ যা ভারতীয় মূল্য অনুযায়ী ১.৬৮ লক্ষ টাকার সমান ৷
advertisement
advertisement
Want to have Lunch with me in Los Angeles? Bid now on my @charitybuzz auction – Proceeds go towards studies for curing leukemia, lymphoma, Hodgkin's disease & myeloma, and improve the quality of life of patients and their families through @LLSusa Bid NOW: https://t.co/NAj3dS4xFh
— Sunny Leone (@SunnyLeone) May 24, 2018
advertisement
কিন্তু, আপনার সঙ্গে মধ্যাহ্ন ভোজে যাবেন কেন সানি ? আসলে চ্যারিটির জন্য এই বিশেষ অফার ৷ লিউকোমিয়া, লিম্ফোমা, হডকিংস এবং মাইলোমায় আক্রান্ত রোগীদের জীবন বাঁচানোর জন্য একটি সমীক্ষা চালানো হবে ৷ আর সেই কর্মকাণ্ডের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ ৷ সেই কারণেই তাঁর সঙ্গে লাঞ্চের শর্ত নিলাম হতে চলেছে ৷ লস অ্যাঞ্জেলসে হতে চলেছে এই মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান ৷ এমনকী যিনি এই নিলামে জিতবেন, তিনি সুযোগ পাবেন সানির সঙ্গে ছবি তোলার সুযোগও ৷ সেই সঙ্গে সানির পেয়ে যাবেন অটোগ্রাফও ৷ তবে হ্যাঁ সানির সঙ্গে এই লাঞ্চে অংশ নিতে হলে আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2018 3:29 PM IST