Rocky Aur Rani Palace: বেয়াইয়ের হাতে খুন প্রৌঢ়! ‘রকি অউর রানি’তে রণবীরের প্রাসাদসম বাড়ি এখন অভিশপ্ত

Last Updated:

Rocky Aur Rani Palace: শেখর এবং অশোকের মধ্যে ঝগড়া চলছিল। শেখর অশোককে দু’বার গুলি করেন। গুলি চালানোর পর অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা দেয় এবং হাতাহাতির মধ্যে শেখর পালিয়ে যান। শেখর লাইসেন্সড রিভলভার ব্যবহার করেছিলেন।

রকি রন্ধাওয়ার প্রাসাদে খুন
রকি রন্ধাওয়ার প্রাসাদে খুন
নয়ডা: বলিউড ছবির সেটে ভয়ানক অপরাধ। রক্তাক্ত হল রণবীর সিং ওরফে ‘রকি রন্ধাওয়া’র প্রাসাদসম বাড়ি। করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে নায়কের বাড়িটি মনে আছে? বিশাল সেই অট্টালিকায় রকিদের বাড়ির সমস্ত দৃশ্য শ্যুট হয়েছিল। সেই বাড়িতেই ঘটে গেল ভয়ানক ঘটনা।
নয়ডায় অবস্থিত সেই অট্টালিকা। গৌড় মালবেরি ম্যানশনের একটি অংশ এই বাড়িটি। সেখানে একটি বিয়েবাড়ি চলছিল, তাঁদেরই আত্মীয়দের মধ্যে ঘটনাটি ঘটে। নিজের ছেলের শ্বশুরের হাতে খুন হলেন ৫৫ বছরের এক প্রৌঢ়। গত সোমবার ফার্মহাউসে এই ঘটনাটি ঘটে।
advertisement
advertisement
সেন্ট্রাল নয়ডার পুলিশের ডেপুটি কমিশনার সুনীতি জানান, মৃত ব্যক্তির নাম অশোক যাদব। নয়ডার সেক্টর ৫১-এর বাসিন্দা ছিলেন তিনি। সেখানকার বাসিন্দাদের কল্যাণ সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন।
তাঁর কথায় জানা যায়, বিয়েটি গ্রেটার নয়ডা পশ্চিমের গৌড় মালবেরি ফার্মহাউসে অনুষ্ঠিত হয়েছিল। এবং সেখানেই গাজিয়াবাদের বাসিন্দা শেখর সোমবার রাত ৯:৩০টার দিকে অশোককে গুলি করে হত্যা করেছিলেন বলে অভিযোগ। অশোকের ছেলে এবং শেখরের মেয়ের বিবাহবিচ্ছেদ হবে। সেই কারণে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল।
advertisement
তদন্তে জানা গিয়েছে, শেখর এবং অশোকের মধ্যে ঝগড়া চলছিল। শেখর অশোককে দু’বার গুলি করেন। গুলি চালানোর পর অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা দেয় এবং হাতাহাতির মধ্যে শেখর পালিয়ে যান। শেখর লাইসেন্সড রিভলভার ব্যবহার করেছিলেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rocky Aur Rani Palace: বেয়াইয়ের হাতে খুন প্রৌঢ়! ‘রকি অউর রানি’তে রণবীরের প্রাসাদসম বাড়ি এখন অভিশপ্ত
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement