Exclusive | Sourav Ganguly: সৌরভের বায়োপিক কত দূর? ৫০ তম জন্মদিনেই বা কি করছেন দাদা? বিশেষ সাক্ষাৎকারে জানালেন মহারাজ

Last Updated:

Exclusive | Sourav Ganguly: বলিউডে তৈরি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। নিজেই জানালেন সে বিষয়ে! সঙ্গে বললেন জন্মদিনের বিশেষ প্ল্যানের কথাও!

#কলকাতা: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ দেখা করেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। নবান্নে কী কী বিষয়ে আলোচনা হয় সে বিষয়ে বিস্তারিত সাক্ষাৎকার দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা পরবর্তী পরিস্থিতিতে কোন পথে চলবে ভারতীয় ক্রিকেট সে বিষয়েও কথা বলেন তিনি। তবে সব প্রশ্নের মাঝে উঠে আসে মহারাজের বায়োপিকের প্রসঙ্গও। বলিউডে তৈরি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।
এ বিষয়ে আগেই সৌরভ জানিয়ে ছিলেন , "'হ্যাঁ, আমি বায়োপিকের ব্যাপারে সম্মতি জানিয়েছি। হিন্দিতে হবে তবে এখনই ডিরেক্টরের নাম বলা সম্ভব না। সব ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।" সূত্রের খবর বলিউডের নামী প্রোডাকশন হাউস তৈরি করছে এই ছবি। এ বিষয়ে ২০২১-এর সেপ্টেম্বরে সৌরভ একটি ট্যুইটও করেন।
advertisement
advertisement
সে সময় জানা গিয়েছিল ছবির জন্য চলছে স্ক্রিপ্ট লেখা। রণবীর কাপুরকেই ভাবা হচ্ছে এই চরিত্রের জন্য। সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীর কাপুরকে ভালো লেগেছিল দাদার। তবে এই দিন বায়োপিক নিয়ে সৌরভকে প্রশ্ন করা হলে, তিনি জানান, "কথা তো অনেক দিন ধরেই হচ্ছে। মিটিংও হয়েছে। তবে স্ক্রিপ্ট লেখা এখনও হয়নি। কিন্তু খুব তাড়াতাড়ি হবে।" তিনি আরও বলেন, "নানা ব্যস্ততার মধ্যে আমি সময় দিতে পারছি না। তাই আটকে আছে। তবে জানাব কিছুদিনের মধ্যেই।" কিন্তু কাকে দেখা যাবে এই চরিত্রে? সে বিষয়ে রহস্য ধরে রাখেন মহারাজ।
advertisement
অন্যদিকে সামনেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০তম জন্মদিন। এই দিন কলকাতায় তাঁর নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে দিন কাটে মহারাজের। তবে এবার অন্য কিছু হতে চলেছে। জন্মদিনে দাদা কি করছেন জানতে চাইলে, তিনি বলেন, " এ বছর কলকাতায় থাকছি না। ইংল্যান্ডে থাকব ওই সময়টা। ইন্ডিয়া টেস্ট খেলবে ওখানে। আমি তো থাকবই।" অকপট জানান সৌরভ। নিজের জীবন থেকে কাজ থেকে সিনেমা সব কিছু নিয়েই খোলামেলা উত্তর দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ধীর-স্থির সৌরভের প্রতি যেন মানুষের আস্থা দিন দিন বেড়ে চলেছে। আসলে তিনি মানুষটাই এমন। ঠিক যেন রাজার মতো।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Exclusive | Sourav Ganguly: সৌরভের বায়োপিক কত দূর? ৫০ তম জন্মদিনেই বা কি করছেন দাদা? বিশেষ সাক্ষাৎকারে জানালেন মহারাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement