দোলে কী প্ল্যান সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের? দেখুন এক্সক্লুসিভ ইন্টারভিউ

Last Updated:

সন্ধে সাড়ে পাঁচটা ৷ ইন্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সামনে গাড়ি থামল ৷ থিক থিকে ভিড় ৷ সামনে সার সার গাড়ি ৷ গাড়ি থেকে দল বেঁধে নেমে আসছে বিভিন্ন প্রদেশের পোশাকে সজ্জিত মেয়েরা ৷ ততক্ষণে মঞ্চও তৈরি ৷ মঞ্চের বাঁদিকে বিভিন্ন বয়সের প্রায় ২০০ জন নৃত্যশিল্পী ৷ একটু এগোতেই দেখা গেল নীলাম্বরী ডোনা গঙ্গোপাধ্যায়কে ৷ নৃত্যশিল্পীর পরণে নীলরঙা ওড়িশি কস্টিউম ৷ ইশারায় বোঝালেন, অনুষ্ঠান শেষ হোক কথা হচ্ছে ৷ বসন্ত ঋতুর আহ্বানে মাতল সল্টলেক ৷ অনুষ্ঠান শেষ ৷ কথা শুরু হল-

প্র: তুমি তো অনেক আগেই কলকাতার বুক বসন্ত এনে দিলে...
ডোনা: হ্যাঁ ৷ এ বার অনেকেটাই আগে আমরা বসন্তোৎসবটা করলাম ৷ আসলে প্রতিবারই আমরা সপ্তাহের শেষদিকে, অর্থাৎ শনি ও রবিবার দেখে বসন্তোৎসব করে থাকি ৷ কিন্তু এ বার দোলটা একটু আগে পড়েছে ৷ সপ্তাহের মাঝামাঝি পড়েছে দোল ৷ সেই কারণে একটু আগেই অনুষ্ঠানটা করেছি ৷ কেননা সপ্তাহের মাঝখানে হলে স্কুল-কলেজ থেকে ফিরতে একটু অসুবিধে হয় ৷ তাই সপ্তাহের শেষে অনুষ্ঠান করি আমরা ৷
advertisement
প্র: এরপর কী প্ল্যান?
advertisement
ডোনা: এ বার আমরা সল্টলেকে ইন্টার্ন জোনাল কালচারাল সেন্টারে বসন্তোৎসব করলাম ৷ পরেরবার আরও বড় করে অনুষ্ঠান করার চেষ্টা করব ৷ যাতে সল্টলেকের আরও মানুষ যোগ দেন, সেই আশাই রাখব ৷ এর সঙ্গে আমার বাড়িতেও একটা দোলের অনুষ্ঠান হয় ৷ সেখানেও আমার নাচের স্কুলের ছাত্র-ছাত্রীরা পারফর্ম করবে ৷ বেশ মজা হয় ৷
advertisement
প্র: ডোনা গঙ্গোপাধ্যায় যখন ডোনা রায় ছিলেন, তখন তাঁর দোলটা কেমন ছিল ?
ডোনা: আমার নাচের স্কুলে, গানের স্কুলে হোলি হত ৷ ওখানে নাচতে যেতাম ৷ কিন্তু এমনভাবে হত না ৷ তো ওখানে একটু নাচ-গান করতে হত ৷ রং মাখতাম ৷ কিন্তু অনেক সময়ই পাড়ার সবার সঙ্গে রং খেলে উঠতে পারতাম না ৷ তাই যাঁরা সংসারে এক শিশু৷ তাঁদের জন্য এমন বসন্তোৎসব আয়োজন করলে মন্দ হয় না ৷ ওরা যাতে বন্ধু-বান্ধবের সঙ্গে মিলে একটু আবির খেলতে পারে ৷
advertisement
প্র: বাঙালি মানেই তো খাওয়া-দাওয়া ৷ সে হোলি হোক বা অন্য কোনও অনুষ্ঠান হোক ৷ হোলিতে কী খাবার-দাবারের ব্যবস্থা থাকে ?
ডোনা: আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় হোলিতে ৷ সেখানে ফুচকা, ভেলপুরি, মুড়ি, আইসক্রিম ৷ এমন ধরনের খাবার থাকে ৷ একটু মুখরোচক হালকা খাবার থাকে ৷ যাতে ছোটরাও মজা করে খেতে পারে ৷
advertisement
প্র: সানা তো অনেকটা বড় হয়ে গেল...
ডোনা: হাসি...
প্র: দোলে সানা কী করে ?
ডোনা: সানা প্রচুর রং খেলে ৷ আমি যে বসন্তোৎসবের অনুষ্ঠান করি, সেখানে ও নাচ করে ৷ বাড়িতে যে অনুষ্ঠান হয় সেখানে চুটিয়ে রং খেলে ৷ আমাদের বাড়ির লোকেদের সঙ্গে খেলে ৷ ওর বাবার সঙ্গে খেলে (হাসি)...দু’দিন পর ওর স্কুলের বন্ধুদের সঙ্গে খেলে ৷
advertisement
প্র: পছন্দের রঙ কী?
ডোনা: যে কোনও ব্রাইট রংই পছন্দের ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দোলে কী প্ল্যান সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের? দেখুন এক্সক্লুসিভ ইন্টারভিউ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement