Mia Khalifa: বিগ বস কাঁপাতে আসছেন মিয়া খালিফা? গুঞ্জনে তোলপাড় চারদিক, থাকতে পারেন আরও ১ তারকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Mia Khalifa: শোনা গিয়েছে, ইতিমধ্যেই এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে মিয়াকে। শুধু মিয়াই নন, রাজ কুন্দ্রাকেও এই অনুষ্ঠানে চাইছেন নির্মাতারা।
কলকাতা: ‘বিগ বস’ মানেই একের পর এক চমক। অনুরাগীদের তাক লাগিয়ে দিতে কোনও রকম ত্রুটি রাখেন না নির্মাতারা। এ বার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা। ২০২১ সাল থেকে শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি’। জানা গিয়েছে, এই রিয়্যালিটি শোয়ের নয়া সিজনে প্রতিযোগী হিসেবে দেখা যাবে প্রাক্তন পর্ন তারকা মিয়া খালিফাকে।
শোনা গিয়েছে, ইতিমধ্যেই এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে মিয়াকে। শুধু মিয়াই নন, রাজ কুন্দ্রাকেও এই অনুষ্ঠানে চাইছেন নির্মাতারা। এখনও পর্যন্ত যদিও এই গুঞ্জনে শিলমোহর বসানো হয়নি। তবে এই দুই তারকার উপস্থিতি যে শোয়ের জনপ্রিয়তা বাড়িয়ে দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
advertisement
আরও পড়ুন-হাত ধরাধরি করে প্রকাশ্যেই প্রেমে মজেছেন অমিতাভের নাতনি, কার সঙ্গে গেলেন মুভি ডেটে, ফাঁস ছবি
এই প্রথম নয়। অতীতেও প্রাক্তন পর্ন তারকা সানি লিওনকে দেখা গিয়েছিল ‘বিগ বস’-এ। এই অনুষ্ঠানের হাত ধরেই বলিউডে পা রাখেন সানি। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। পরবর্তীতে একের পর এক ছবিতে কাজ করেন তিনি। পর্ন তারকা ড্যানি ডি-এরও এই অনুষ্ঠানে অংশগ্রহণের গুঞ্জন শোনা গিয়েছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।
advertisement
তবে ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজনে কি দেখা যাবে মিয়াকে? নাকি সবটাই নিছক জল্পনা? এখন সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 7:01 PM IST