Firoza Begum: বিপুল তথ্য ভাণ্ডার নিয়ে ডিজিটাল আর্কাইভে যুক্ত হলেন ‘গানের বনফুল’ ফিরোজা বেগম

Last Updated:

নজরুল গানের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের উপর এক অসাধারণ ডিজিটাল আর্কাইভের সূচনা হল তাঁর জন্মদিনে, ২৮ জুলাই।

ARUNIMA DEY
#কলকাতা: তাঁর বয়স তখন এগারো বা বারো কলকাতার এইচ.এম.ভি স্টুডিওতে ভাই আর মামার সঙ্গে এসেছিলেন গানের অডিশন দিতে। রিহার্সালের ঘরে দেখা হল ঘিয়ে রঙের পাজামা-পাঞ্জাবি,মাথায় টুপি,চোখে সোনালি ফ্রেমের চশমা পড়া এক ব্যক্তির সঙ্গে। তিনি মন দিয়ে তাঁর গান শুনলেন। সে দিন সেই বালিকার নিবেদনে ছিল 'যদি পরাণে না জাগে আকুল পিয়াসা', পরে দ্বিজেন্দ্রলাল রায়ের 'কালো পাখিটা মোরে কেন করে জ্বালাতন'। সেই ব্যক্তি গান শুনে তারিফ করে বলেন 'তোমরা দেখো এই মেয়ে একদিন খুব ভালো গাইয়ে হবে'। সেই ছোট্ট মেয়েটি ছিলেন ফিরোজা বেগম (Firoza Begum) আর তাঁর মামা পরে মেয়েটিকে জানালেন যিনি এতক্ষণ তাঁর গান শুনলেন তিনি কাজী নজরুল ইসলাম। বাকিটা ইতিহাস!
advertisement
নজরুল গানের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের উপর এক অসাধারণ ডিজিটাল আর্কাইভের সূচনা হল তাঁর জন্মদিনে, ২৮ জুলাই। এই দিন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল ফিরোজা বেগম  আর্কইভ (www.ferozabegum.com)। এই আয়োজনের নেপথ্যে শিল্পীর ভাইঝি বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস এবং তাঁর পরিবার।
advertisement
কী, কী রয়েছে এই ডিজিটাল আর্কাইভে? জেনে নেওয়া যাক। শুরুতেই জীবনী, পুরস্কারের তালিকা, থাকছে গানের ভাণ্ডার। নজরুলের গান, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান, কাব্যগীতি, গীত ও গজল। রয়েছে গানের যাবতীয় তথ্য, রিলিজের সন, সুরকার-গীতিকারের নামের পাশাপাশি, প্রকাশক কোম্পানির নামও। রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের দুর্লভ সংগ্রহ। টেলিভিশন থেকে রেডিও, মঞ্চের অনুষ্ঠান থেকে সাক্ষাৎকার পেয়ে যাবেন এক ক্লিকে। থাকছে বিভিন্ন বাংলা,ইংরেজি পত্র-পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার, অনুষ্ঠান সমালোচনা, প্রতিবেদন। ফটো গ্যালারিতে রয়েছে তাঁর একার ছবি থেকে পারিবারিক জীবন, সঙ্গীত জীবন, বিভিন্ন দিকপালদের সঙ্গে ছবি। থাকছে বিভিন্ন প্রজন্মের নানা শিল্পীর কথা তাঁকে ঘিরে। ভবিষ্যতে কোনও গুণগ্রাহীর কাছে থেকে পাওয়া কোনও তথ্য, ভিডিও বা গান এই আর্কইভে সংযোজন করার পরিকল্পনাও রয়েছে।
advertisement
এর পাশাপাশি রয়েছে হাতে লেখা নোটবুকের কপি, চিঠিপত্র, আরও অনেক কিছু। আছে তাঁর স্বামী প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের জীবনী, গানের খাতার প্রতিলিপি, পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, গান এবং ছবি। কমল দাশগুপ্তের সুরে ফিরোজা বেগমের  বহুল প্রচলিত গান গুলোর মধ্যে 'আমি বনফুল গো',' ‘এমনই বর্ষা ছিল সেদিন', 'মোর জীবনের দুটি রাতি', 'মাটির এ খেলাঘরে' অন্যতম।
advertisement
এই বিশাল কর্মযজ্ঞ নিয়ে সুস্মিতা আনিস জানান," এই কাজ আমাদের কাছে খুব সম্মানের, গর্বের। এমন একজন কিংবদন্তি শিল্পীকে পরিবারের একজন হিসেবে পাওয়া সৌভাগ্যের। কাছ থেকে পেয়েছি,গান শিখেছি।এই কাজ আমার গুরুদক্ষিণাও বলতে পারেন।''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Firoza Begum: বিপুল তথ্য ভাণ্ডার নিয়ে ডিজিটাল আর্কাইভে যুক্ত হলেন ‘গানের বনফুল’ ফিরোজা বেগম
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement