Evelyn Sharma: দ্বিতীয়বার মা হলেন এভলিন, কোল আলো করে এল 'পুত্রসন্তান'

Last Updated:

Evelyn Sharma: বলিউডে ফের খুশির খবর৷ দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী এভলিন শর্মা। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' খ্যাত অভিনেত্রীর কোল আলো করে এসেছে পুত্রসন্তান৷

মুম্বই: বলিউডে ফের খুশির খবর৷ দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী এভলিন শর্মা। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত অভিনেত্রীর কোল আলো করে এসেছে পুত্রসন্তান৷ বৃহস্পতিবার, এভলিন নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করে নিয়েছেন৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে৷ ভক্তরা
একরত্তি ছেলের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী৷ ছেলের নাম রেখেছেন আরডেন, সেটাও শেয়ার করেছেন নায়িকা৷ ছবির ক্যাপশনে লেখা,কখনও ভাবিনি যে ছেলেকে জন্ম দেওয়ার পরেই এমন আশ্চর্যজনক অনুভূতি অনুভব করতে পারব। আমি খুব খুশি যে আমি ছাদ থেকে গান গাইতে পারব! আমাদের ছোট বাচ্চা ছেলে আরডেনকে হাই বলুন৷ ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে৷ নতুন মাকে তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন৷
advertisement
advertisement
মেয়ে হওয়ার প্রায় ১৪ মাস পরে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর শেয়ার করেছিলেন এভলিন৷ ২০২১ সালের ১৫ মে দীর্ঘদিনের বন্ধু তথা ইন্দো-অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন এবং উদ্যোক্তা ডাঃ তুষান ভিন্ডিকে বিয়ে করেন। ২০২১ সালেই নভেম্বরে মেয়ে আসে কোলে৷ তারপরেই এবার ছেলে হওয়ায় পরিবারে খুশির হাওয়া৷ বর্তমানে অষ্ট্রেলিয়াতেই থাকেন অভিনেত্রী৷ ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে এভলিন শর্মা রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ (২০১৩) ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও তিনি ‘ইয়ারিয়া’ (২০১৪), ‘ম্যায় তেরা হিরো’ (২০১৪), ‘জব হ্যারি মেট সেজাল’ (২০১৭) এবং ‘সাহো’ (২০১৯) ছবিতে অভিনয় করেছেন৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Evelyn Sharma: দ্বিতীয়বার মা হলেন এভলিন, কোল আলো করে এল 'পুত্রসন্তান'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement