Jacqueline Fernandez: আবারও হাজিরা আদালতে! এবার কোন বিপদ অপেক্ষা করছে জ্যাকলিনের ভাগ্যে?

Last Updated:
Jacqueline Fernandez: বছর দুয়েক ধরেই আদালতে বারবার দেখা গিয়েছে জ্যাকলিনকে৷ ফের বুধবার দিল্লির আদালতে হাজির দিতে হল বলি নায়িকা৷
1/5
২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায়  প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। গত প্রায় এক বছর ধরে এই মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের।
২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। গত প্রায় এক বছর ধরে এই মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের।
advertisement
2/5
এখনও জেলেই রয়েছেন সুকেশ চন্দ্রশেখর৷  সুকেশের সঙ্গে তাঁর যোগ নিয়ে জলঘোলাও কম হয়নি৷ বছর দুয়েক ধরেই আদালতে বারবার দেখা গিয়েছে জ্যাকলিনকে৷ ফের বুধবার দিল্লির আদালতে হাজির দিতে হল বলি নায়িকা৷
এখনও জেলেই রয়েছেন সুকেশ চন্দ্রশেখর৷ সুকেশের সঙ্গে তাঁর যোগ নিয়ে জলঘোলাও কম হয়নি৷ বছর দুয়েক ধরেই আদালতে বারবার দেখা গিয়েছে জ্যাকলিনকে৷ ফের বুধবার দিল্লির আদালতে হাজির দিতে হল বলি নায়িকা৷
advertisement
3/5
 সুকেশকে গ্রেফতারের পর থেকেই একাধিকবার বান্ধবী জ্যাকলিনের নাম উঠে আসে৷ মামলার তদন্তভারও নেয় ইডি৷ গত বছর ইডির চার্জশিটের ভিত্তিতেই আদালতে হাজিরা দিতে হয় জ্যাকলিনকে৷
সুকেশকে গ্রেফতারের পর থেকেই একাধিকবার বান্ধবী জ্যাকলিনের নাম উঠে আসে৷ মামলার তদন্তভারও নেয় ইডি৷ গত বছর ইডির চার্জশিটের ভিত্তিতেই আদালতে হাজিরা দিতে হয় জ্যাকলিনকে৷
advertisement
4/5
এখনও পর্যন্ত আদালতের গেরো থেকে মুক্তি পাচ্ছেন না জ্যাকলিন৷ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বলি নায়িকা৷ তারপর আদালতে একাধিকবার দেখা গেছে জ্যাকলিনকে৷
এখনও পর্যন্ত আদালতের গেরো থেকে মুক্তি পাচ্ছেন না জ্যাকলিন৷ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বলি নায়িকা৷ তারপর আদালতে একাধিকবার দেখা গেছে জ্যাকলিনকে৷
advertisement
5/5
 জেলে বসেই একাধিকবার প্রিয়তমা জ্যাকলিনের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে চলেছেন সুকেশ। ভালবাসা প্রকাশের জন্য কোনও সুযোগই তিনি হাতছাড়া করেন না।  প্রেমদিবস হোক বা জন্মদিন জ্যাকলিনের উদ্দেশ্যে প্রেম নিবেদন করেই চলেছেন সুকেশ।
জেলে বসেই একাধিকবার প্রিয়তমা জ্যাকলিনের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে চলেছেন সুকেশ। ভালবাসা প্রকাশের জন্য কোনও সুযোগই তিনি হাতছাড়া করেন না। প্রেমদিবস হোক বা জন্মদিন জ্যাকলিনের উদ্দেশ্যে প্রেম নিবেদন করেই চলেছেন সুকেশ।
advertisement
advertisement
advertisement