Eta Amader Golpo: এক অন্যরকম ভালবাসার গল্প বুনেছেন মানসী, প্রকাশ্যে এল ‘এটা আমাদের গল্প’-এর ট্রেলার

Last Updated:

Eta Amader Golpo Trailer Launch: শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সম্প্রতি শহরের এক অভিজাত লাউঞ্জ বারে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ৷

অপরাজিতা আঢ্যের সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায়
অপরাজিতা আঢ্যের সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায়
কলকাতা: থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেতে চলেছেন পরিচালক হিসেবে। শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সম্প্রতি শহরের এক অভিজাত লাউঞ্জ বারে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ৷
ধাগা প্রডাকশনের শুভঙ্কর মিত্র, সুভাষ বেরা প্রযোজিত এই ছবির টিজারও সম্প্রতি প্রকাশ্যে আসে ৷ সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’। আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠবে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি।
advertisement
advertisement
আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা।
advertisement
তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারো বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!
advertisement
ছবিতে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি।
advertisement
প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার, মেঘা বিশ্বাস এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Eta Amader Golpo: এক অন্যরকম ভালবাসার গল্প বুনেছেন মানসী, প্রকাশ্যে এল ‘এটা আমাদের গল্প’-এর ট্রেলার
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement