Emmy Awards 2024: ওয়েব সিরিজ থেকে সিরিয়াল, কোনটা হল সেরা? কোন অভিনেতার মাথায় উঠল সেরার মুকুট? এমি অ্যাওয়ার্ডস জয়ীদের তালিকা দেখে নিন এক নজরে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
টিভি শো, লিমিটেড সিরিজ অথবা টিভি ফিল্মসের মধ্যে কারা পেল সেরার স্থান, দেখে নিন একনজরে।
টিভির অন্যতম বড় অ্যাওয়ার্ড শো হল এমি অ্যাওয়ার্ডস। এই বছরও অনুষ্ঠিত হল এমি অ্যাওয়ার্ডস ২০২৪। টিভি শো, লিমিটেড সিরিজ অথবা টিভি ফিল্মসের মধ্যে কারা পেল সেরার স্থান, দেখে নিন একনজরে।
দ্য হোয়াইট লোটাস, দ্য লাস্ট অফ আস, সেকসেশন, দ্য বিয়ার অ্যান্ড বিফ ছিল এই বছরের সেরার তালিকায় থাকা শো।
দেখে নিন এমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা
advertisement
সেরা কমেডি সিরিজ- দ্য বিয়ার (FX)
কমেডি সিরিজে সেরা অভিনেতা- জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
কমেডি সিরিজে সেরা অভিনেত্রী- কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলিমেন্টারি)
কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা- ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার)
advertisement
আরও পড়ুন: প্রেম করে বিয়ে, বাবা হয়ে ভাঙে বিয়েও! প্রথম ছবি সুপারহিট দিয়েও কোথায় হারিয়ে গেলেন প্রাক্তন হার্টথ্রব?
কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী- আয়ো এদেবিরি (দ্য বিয়ার)
সেরা ড্রামা সিরিজ- সাকসেশন (HBO/ম্যাক্স)
ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী- সারাহ স্নুক (সাকসেশন)
ড্রামা সিরিজে সেরা অভিনেতা- কাইরান কালকিন (সাকসেশন)
advertisement
ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা- ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)
ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী- জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)
ড্রামা সিরিজের জন্য সেরা গল্প- সাকসেশন
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেত্রী- আলি ওং (বিফ)
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেতা- স্টিভেন ইয়ুন (বিফ)
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা পার্শ্ব অভিনেতা- পল ওয়াল্টার হাউসার (ব্ল্যাক বার্ড)
advertisement
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা পার্শ্ব অভিনেত্রী- নিসি ন্যাশ-বেটস (ডাহমার – মনস্টার: দ্য জেফরি ডাহমার স্টোরি)
লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ বা টিভি সিনেমার জন্য সেরা লেখা- বিফ
advertisement
ড্রামা সিরিজের জন্য সেরা পরিচালনা- সাকসেশন (HBO/ম্যাক্স)- মার্ক মাইলড
কমেডি সিরিজের জন্য সেরা পরিচালনা- দ্য বিয়ার (এফএক্স) – ক্রিস্টোফার স্টোরার
সেরা টক সিরিজ- দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়া (কমেডি সেন্ট্রাল)
লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ বা টিভি মুভির জন্য সেরা পরিচালনা- বিফ (নেটফ্লিক্স) – লি সুং জিন
সেরা টেলিভিশন মুভি- উইয়ার্ড: দ্য আল ইয়ানকোভিক স্টোরি (দ্য রোকু চ্যানেল)
advertisement
সেরা গেম শো- জিওপার্ডি (ABC)
সেরা ডকুমেন্টারি বা ননফিকশন স্পেশাল- স্টিল: আ মাইকেল জে. ফক্স মুভি (অ্যাপল টিভি+)
সেরা ডকুমেন্টারি বা ননফিকশন সিরিজ- দ্য 1619 প্রোজেক্ট (হুলু)
সেরা হোস্টেড ননফিকশন সিরিজ বা বিশেষ- স্ট্যানলি টুকি: সার্চিং ফর ইতালি (সিএনএন)
বেস্ট ন্যারেটর- বারাক ওবামা, ওয়ার্ক: হোয়াট উই ডু টুডে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 2:27 PM IST