corona virus btn
corona virus btn
Loading

নিম্নাঙ্গে পোশাক পরতে ভুলেই গেলেন নায়িকা! শ্যুটিং ফ্লোরে এমন অবস্থায় দেখে মনে করালেন ডিরেক্টর

নিম্নাঙ্গে পোশাক পরতে ভুলেই গেলেন নায়িকা! শ্যুটিং ফ্লোরে এমন অবস্থায় দেখে মনে করালেন ডিরেক্টর

মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও৷

  • Share this:

#মুম্বই: এমন ঘটনা দেখে শ্যুটিং ফ্লোরে সবাই হতবাক ৷ নিম্নাঙ্গের পোশাক ভুলে ফ্লোরে হাজির নায়িকা! ঘটনা ঘটল জনপ্রিয় হিন্দি সিরিয়ালে শ্যুটিং ফ্লোরে ৷ কথা হচ্ছে সিরিয়াল রাণী একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কী ২’ নায়িকা এরিকা ফার্নান্ডেজের ৷মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও৷

ট্র্যাডিশনাল সাজ ৷ ওড়না দিয়ে সারা মাথা অর্ধেক মুখ ঢেকে ফ্লোরে হাজির প্রেরণা কিন্তু একী! নীচে ঘাঘড়াই তো নেই শুধু চোলি পরেই ফ্লোরে হাজির অভিনেত্রী ৷ এরিকাকে সিন বোঝাতে গিয়ে বিষয়টি নজরে আসতেই চমকে ওঠেন ডিরেক্টর ৷ এরিকাকে বলতেই তো তিনি অপ্রস্তুত ৷ সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল সেই ভিডিও ৷

এরিকা ওরফে প্রেরণার ইনস্টাতেই দেখা গিয়েছে সেই ভিডিও ৷ পুরোপুরি ট্র্যাডিশনাল পোশাকে সেজে ঘাঘড়া পরতে ভুলে গিয়ে চোলির নীচে জিনস পরেই শট দিতে চলে এসেছিলেন এরিকা ৷ সেই দেখে প্রতিক্রিয়াগুলিও ছিল একদম একতা কাপুরের মেগা সিরিয়ালের ধাঁচে ৷ ভাল করে দেখলে বোঝা যাবে পুরো বিষয়টি কোনও আচমকা দুর্ঘটনা নয় ৷ পুরোটাই মজার ছলে শ্যুট করা হয়েছে ৷ দিনে ১২-১৩ ঘণ্টার মেগা সিরিয়ালের শ্যুটিংয়ের ক্লান্তি কাটাতে মাঝে মাঝেই নিজেদের মধ্যে এমন মজায় মাতেন স্টারেরা ৷ আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলেই ফ্যানেদের উৎসাহে ভাইরাল ৷
First published: November 27, 2019, 4:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर