আয়ুষ্মানের সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন, অর্থের অভাবে এখন ফল বিক্রেতা বলিউডের এই অভিনেতা !

Last Updated:

আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) সঙ্গে ড্রিমগার্ল ছবিতে এবং সোনচিড়িয়া ছবিতে দেখা গিয়েছিল অভিনেতা সোলাঙ্কি দিবাকরকে ৷

#মুম্বই: ফের বাড়ল লকডাউন ৷ গতকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন ৷ আর এই লকডাউনের কারণে সবচেয়ে বেশি যেন ক্ষতিগ্রস্ত  হয়েছে দেশের বিনোদন জগত ৷ করোনার প্রকোপের কারণে বন্ধ রয়েছে শ্যুটিং ৷ মহাবিপদে পড়েছেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষেরা ৷ আর এমনই এই বিপদ যে এক পলকে এক অভিনেতা হয়ে গিয়েছেন ফল  বিক্রেতা ৷
আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) সঙ্গে ড্রিমগার্ল ছবিতে এবং সোনচিড়িয়াতে দেখা গিয়েছিল অভিনেতা সোলাঙ্কি দিবাকরকে ৷ অভিনেতা সোলাঙ্কিকে নামে খুব একটা চেনেন না দর্শক ৷ তবে তাঁর ছবি দেখলে অবশ্যই চিনতে পারা যায় তাঁকে৷ কারণ, বহু বড় মাপের ছবিতে অভিনয় করেছেন সোলাঙ্কি ৷
advertisement
advertisement
লকডাউনের জন্য অর্থের ভয়ানক অভাবে ভুগছেন অভিনেতা সোলাঙ্কি ৷ তাই রোজগারের কোনও উপায় না পেয়ে দিল্লির রাস্তাতে ফল বিক্রি করছেন এই অভিনেতা ৷
সংবাদমাধ্যমরে অভিনেতা সোলাঙ্কি জানিয়েছেন, ‘শ্যুটিং বন্ধ ৷ কোনও কাজ নেই ৷ উপায় না পেয়ে এটাই করতে হল ৷ সংসার চালাতে হবে তো?’
বাংলা খবর/ খবর/বিনোদন/
আয়ুষ্মানের সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন, অর্থের অভাবে এখন ফল বিক্রেতা বলিউডের এই অভিনেতা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement