Sharanya Deb aka Tathoi: 'ডান্স বাংলা ডান্স'-এর সেই ছোট্ট তাথৈকে মনে আছে? কোথায়, কী করছেন তিনি, জানুন বিস্তারিত
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
সেই ছোট্ট তাথৈয়ের বয়স এখন ২৪ বছর। আর ছবিতে দেখা যায় না কেন তাঁকে? খুব তাড়াতাড়ি বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরবেন তিনি?
#কলকাতা: ডান্স বাংলা ডান্স জুনিয়র। বাংলার দর্শক এক সময় গো গ্রাসে এই 'রিয়ালিটি শো'-তে দেখতেন। মনে পড়ে অরিত্রর কথা? বড় হওয়ার পরেও তাঁকে একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে। কিন্তু তাঁরই সঙ্গে জুটি বেঁধে সঞ্চালনা করতেন আরও একটি খুদে। নাম, তাথৈ। ভাল নাম, সারণ্যা দেব। তাঁর খোঁজ মেলে না কেন এখন? কোথায় রয়েছেন সেই তাথৈ?
সারণ্যা মিঠুন চক্রবর্তীর সঙ্গে ডান্স বাংলা ডান্স ছাড়াও আরও একটি রিয়ালিটি শো 'ধুম ধামাকা'-র মঞ্চে সঞ্চালনা করার পরে একাধিক ছবিতে কাজ করেছিলেন। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, 'নীল রাজার দেশে', 'এখ ফোঁটা ভালবাসা', 'খোকাবাবু', 'চলো পাল্টাই', 'সব চরিত্র কাল্পনিক'-এর মতো ছবি। ছোট্ট বয়সেই তাঁর প্রতিভার জন্য একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়েছিল তাঁকে। যেই পুরস্কারটি তিনি দীপিকা পাড়ুকোনের হাত থেকে গ্রহণ করেছিলেন। কত কত বিজ্ঞাপনে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে শিশু শিল্পী হিসেবে।
advertisement
advertisement
সেই ছোট্ট তাথৈয়ের বয়স এখন ২৪ বছর। আর ছবিতে দেখা যায় না কেন তাঁকে? কারণ তিনি আর পর্দার সামনে না, পর্দার পিছনে কাজ করতে আগ্রহী। ন্যাশনাল জেমস স্কুল থেকে পড়াশোনা সেরে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হন তাথৈ। তার পরে একেবারে বিদেশ পাড়ি। টরেন্টোতে ফিল্ম অ্যান্ড প্রডাকশন নিয়ে পড়াশোনা করতে চলে যান তিনি। নিজের ছবি বানানোর শখ পূরণ করতেই এই যাত্রা তাঁর। নতুন দেশে, নতুন শহরে লেখালেখি এবং পরিচালনার কাজে মন দিয়েছেন ছোট্ট সেই তাথৈ।
advertisement
তবে কি খুব তাড়াতাড়ি বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে ছবি বানাবেন তিনি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2022 6:55 PM IST