করিশ্মা কাপুরের সঙ্গে প্রেম ছিল বিরাটের !

Last Updated:

খবরটা শুনে চমকে যাবেন না ৷ বিরাট কোহলির জীবনে ঘটেছে এমন অনেক কাণ্ডই ৷ যাঁরা ভেবে থাকেন, অনুষ্কাই বিরাটের প্রেম, তাঁরা কিন্তু জানেন না কিছুই !

#মুম্বই: খবরটা শুনে চমকে যাবেন না ৷ বিরাট কোহলির জীবনে ঘটেছে এমন অনেক কাণ্ডই ৷ যাঁরা ভেবে থাকেন, অনুষ্কাই বিরাটের প্রেম, তাঁরা কিন্তু জানেন না কিছুই !
অনুষ্কার অনেক আগেই বিরাট নাকি প্রেমে পড়েছিলেন করিশ্মা কাপুরের ! কোনও বলিউডের নতুন গুঞ্জন নয় ৷ একথা নিজের মুখেই স্বীকার করেছেন বিরাট কোহলি ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট বলেছেন এরকমই !
বিরাট জানিয়েছেন, প্রেম ব্যাপারটা আমি প্রথম থেকেই ভালোবাসি ৷ আর স্কুলে পড়ার সময় থেকেই আমার স্বপ্নে একজনেরই স্বপ্ন দেখতাম ৷ তিনি হলেন করিশ্মা কাপুর !
advertisement
advertisement
বিরাট জানিয়েছেন, সামনা সামনি তাঁকে দেখার এখনও সুযোগ হয়নি ৷ তবে একসময় স্বপ্নে করিশ্মা আসতেন রোজই ৷ এমনকী, বিরাটের ঘরের দেওয়ালে নাকি আঁটা ছিল করিশ্মার পোস্টারও !
বাংলা খবর/ খবর/বিনোদন/
করিশ্মা কাপুরের সঙ্গে প্রেম ছিল বিরাটের !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement