ছোট্ট বাহুবলি আসলে নাকি মেয়ে !
Last Updated:
বাহুবলি ছবির প্রথম দৃশ্য এত সুন্দর করে তৈরি করেছিলেন পরিচালক রাজা মৌলি, যে তা চোখের সামনে ভাসতেই থাকে ৷
#মুম্বই: বাহুবলি ছবির প্রথম দৃশ্য এত সুন্দর করে তৈরি করেছিলেন পরিচালক রাজা মৌলি, যে তা চোখের সামনে ভাসতেই থাকে ৷ ঝরনার জলের মধ্যে বুক অবধি দাঁড়িয়ে, শিবগামি রূপে রামাইয়া হাতের মধ্যে তুলে নেন এক দুধের শিশুকে, আর উচ্চগলায় সংলাপ ‘হগে পরমেশ্বর, আমার প্রাণ নিয়ে নাও, এই ছেলেকে বাঁচাতেই হবে, কেননা এর মা অপেক্ষা করবে !’ তারপরই স্রোত বয়ে যায় ৷ হাতের পাতায়, ছোট্ট শিশুটি গোটা বাহুবলির গল্পকে এগিয়ে নিয়ে চলে ৷
সম্প্রতি দক্ষিণী এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ছোট্ট শিশুটি নাকি আসলে ছেলে নয়, বরং মেয়ে ! ১৮ দিনের এই শিশুটির নাম অক্ষিতা ভালস্লান ৷ আর এই ছোট্ট অক্ষিতাকে নিয়েই শ্যুটিং করেন পরিচালক রাজা মৌলি ৷
খবর অনুযায়ী, অক্ষিতা এত ছোট্ট হওয়ায় খুবই দ্রুত শেষ করা হয়েছিল তার দৃশ্য গুলো ৷ পাঁচ, ছয় দিনের মধ্যে অক্ষিতার দৃশ্যগুলো শ্যুট করে ফেলেছিলেন পরিচালক রাজা মৌলি !
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2017 2:44 PM IST