Bollywood Movies: অপেক্ষার অবসান, ওটিটি প্ল্যাটফর্মে আসছে বিদ্যা বালানের 'দো অওর দো প্যায়ার', কোথায়, কীভাবে দেখবেন জানুন

Last Updated:

Bollywood Movies: রোম্যান্টিক কমেডি এই ছবিটিতে মূলত উঠে এসেছে শহুরে সম্পর্ক, প্রেমের জটিলতা। সেই সঙ্গে দেখানো হয়েছে বিবাহ-বহির্ভূত সম্পর্কের দিকটাও।

অপেক্ষার অবসান, ওটিটি প্ল্যাটফর্মে আসছে বিদ্যা বালানের 'দো অওর দো প্যায়ার', কোথায় কীভাবে দেখতে পাবেন জানুন
অপেক্ষার অবসান, ওটিটি প্ল্যাটফর্মে আসছে বিদ্যা বালানের 'দো অওর দো প্যায়ার', কোথায় কীভাবে দেখতে পাবেন জানুন
অবশেষে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বিদ্যা বালান, প্রতীক গান্ধি, ইলিয়ানা ডিক্রুজ এবং সেন্ধিল রামামূর্তির ‘দো অওর দো প্যায়ার’। পুরস্কার বিজয়ী অ্যাড ফিল্ম নির্মাতা শীর্ষা গুহঠাকুরতা পরিচালিত এই ছবিটি ভক্তদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছে। রোম্যান্টিক কমেডি এই ছবিটিতে মূলত উঠে এসেছে শহুরে সম্পর্ক, প্রেমের জটিলতা। সেই সঙ্গে দেখানো হয়েছে বিবাহ-বহির্ভূত সম্পর্কের দিকটাও।
নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে Disney+ Hotstar-এর তরফে ঘোষণা করা হয় যে, ওই প্ল্যাটফর্মেই স্ট্রিমিং হবে এই ছবিটির। এমনকী ‘দো অওর দো প্যায়ার’-এর পোস্টারও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিদ্যা বালান, ইলিয়ানা ডিক্রুজ, প্রতীক গান্ধি এবং সেন্ধিল রামামূর্তির ছবি। এই পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, “আবার প্রেমে পড়ুন। কারণ শুধুমাত্র একবার পর্যাপ্ত নয়, ‘দো অওর দো প্যায়ার’-এর এখন স্ট্রিমিং চলছে। হ্যাশট্যাগ দো অওর দো প্যায়ার অন হটস্টার।”
advertisement
advertisement
রোম্যান্টিক-কমেডি ধারার এই ছবিতে তুলে ধরা হয়েছে কাব্যা এবং অনিরুদ্ধ নামে এক দম্পতির গল্প। এই কাব্যা চরিত্রটি ফুটিয়ে তুলেছেন বিদ্যা আর তাঁর বিপরীতে রয়েছেন প্রতীক। ১২ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ফেলেছেন কাব্যা এবং অনিরুদ্ধ। ফলে তাঁদের সম্পর্কে সেই ব্যাপারটা কোথাও যেন হারিয়ে যায়। তাই জীবনটাকে আরও একবার উপভোগ্য করে তুলতে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন কাব্যা এবং অনিরুদ্ধ। কিন্তু নিয়তির অন্য কিছুই পরিকল্পনা ছিল। আসলে উটিতে বেড়াতে যাওয়ার সময়ই আরও একবার একে অপরের প্রেমে পড়ে যান এই দম্পতি। এভাবে তাঁরা সেখানে নিজেদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলি আরও একবার তাজা করে নেন।
advertisement
এই ছবিতে প্রশংসিত হয়েছে সকল অভিনেতা-অভিনেত্রীর অভিনয়। ইতিবাচক রিভিউ পেয়ে যারপরনাই আপ্লুত খোদ বিদ্যা বালান। নিজের ইনস্টাগ্রামে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। একটি ভিডিও-ও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “দো অওর দো প্যায়ার ছবির জন্য আমরা যে ভালবাসা পাচ্ছি, তার জন্য আমি সত্যিই আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ। আমার হৃদয় ভালবাসা, আনন্দ কৃতজ্ঞতা এবং হাসিতে পরিপূর্ণ।” এরপর অভিনেত্রীকে দেখা যাবে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে। বর্তমানে ওই ছবির শ্যুটিং চলছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Movies: অপেক্ষার অবসান, ওটিটি প্ল্যাটফর্মে আসছে বিদ্যা বালানের 'দো অওর দো প্যায়ার', কোথায়, কীভাবে দেখবেন জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement