এই মানুষটিকে প্রচণ্ড ভালোবাসি, জানাল দীতিপ্রিয়া

Last Updated:
#কলকাতা: ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকের মূল চরিত্র অভিনয় করা তো আর চাড্ডিখানি কথা নয় ৷ তবে দীতিপ্রিয়া রায় সেই চরিত্রকে যথাযথভাবেই ফুটিয়ে তুলেছে পর্দায় ৷ সে তো নতুন কথা নয় ৷ এখন তো এই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে ৷ আর ধারাবাহিকের টিআরপি বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে দীতিপ্রিয়ার জনপ্রিয়তাও ৷ কেমন লাগছে জিজ্ঞাসা করাতে অভিনেত্রী হেসে বলল, ‘‘আগে সবাইকে আমি প্রণাম করতাম ৷ এখন কোথাও গেলে রানি মা এসেছেন বলে আমায় পায়ে হাত দিয়ে প্রণাম করতে যায় মানুষ ৷ কী যে লজ্জা লাগে ৷’’
দীতিপ্রিয়া এখন সবার মনের মণিকোঠায় বিরাজ করছে ৷ এই তো কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এই অভিনেত্রী ৷ শ্যুটিং আর পড়াশোনা দুটোই সমানতালে ব্যালান্স করেছে সে ৷ মাধ্যমিকের রেজাল্ট বেরতেই হাতেনাতে তার প্রমাণ মিলেছে ৷ শ্যুটিং আর জীবন দুটোকে সমানভাবে সামলে চলতে পারাটাই তো আসল ৷
শ্যুটিংয়ের এতোটা চাপ ৷ সে চাপ কাটাতে মজায় থাকতে হবে ৷ থাকতে হবে ভালবাসায় ৷ এবার সামনে এল দীতিপ্রিয়ার ভালবাসার মানুষটির ছবি ৷ যে নাকি তার বিশেষ বন্ধুও বটে ৷ কী ঘাবড়ে গেলেন নাকি ? না না এখানে কথা হচ্ছে দীতিপ্রিয়ার পিসতুতো দিদি অগ্নিমিতা দামের৷ যাঁর ডাক নাম নিমি ৷ আর অগ্নিমিতার সঙ্গেই দীতিপ্রিয়া গতকাল একটি ঘুরতে বেরিয়েছিলেন ৷ আর সেখানে গিয়েই দু’জনে মিলে বোলিংও খেলেন ৷ এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেছেন দীতিপ্রিয়া ৷ যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘‘দিদির থেকে ভাল বন্ধু হয় না ৷ আর তোমার মতো দিদি কেউ নেই ৷ তোমায় খুব ভালোবাসি নিমি ৷’’
advertisement
advertisement
দীতিপ্রিয়া ফোনে জানায়,‘‘সত্যি ও আমার দিদি হতে পারে ৷ কিন্তু ও আমার সবথেকে ভাল বন্ধু ৷’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই মানুষটিকে প্রচণ্ড ভালোবাসি, জানাল দীতিপ্রিয়া
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement