Ditipriya Roy : কাজরা রে... দুর্দান্ত নাচে তাক লাগালেন ‘রানিমা’ দিতিপ্রিয়া, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Ditipriya Roy: সম্প্রতি একটি পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগদান করেছিলেন অভিনেত্রী আর সেখানেই সংগীতপর্বে জনপ্রিয় হিন্দি গান “কাজরা রে” এর তালে নেচে ভাইরাল হলেন দিতিপ্রিয়া রায়।

রানীমার অন্য রূপে মুগ্ধ নেটপাড়া
রানীমার অন্য রূপে মুগ্ধ নেটপাড়া
#কলকাতা: রাণীমার চরিত্রে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) অভিনয়ের সমাপ্তি বেশ কিছুদিন পূর্বেই ঘটেছিল তবুও আজও এই অভিনেত্রী “রানীমা” রূপেই সমাদৃত বাংলা ধারাবাহিক প্রেমীদের হৃদয়ে। এই প্রজন্মের টলিউড অভিনেত্রীদের মধ্যে একটু অন্য ঘরানার এই নায়িকা সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সক্রিয়। সম্প্রতি রাণীমার খোলস ছেড়ে সম্পূর্ণ ভিন্ন মেজাজে বিয়ের সংগীতানুষ্ঠানে জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচ করে ফের নেটিজেনদের মন জয় করেছেন দিতিপ্রিয়া।
advertisement
সোশ্যাল মিডিয়া, ফটোশুট এবং রিল ভিডিও পোস্ট করার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে  সবসময়ই সংযুক্ত  থাকেন দিতিপ্রিয়াও (Ditipriya Roy)। সম্প্রতি একটি পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগদান করেছিলেন অভিনেত্রী আর সেখানেই সংগীতপর্বে জনপ্রিয় হিন্দি গান “কাজরা রে” এর তালে নেচে ভাইরাল হলেন দিতিপ্রিয়া রায়।
advertisement
কালো ডিজাইনার ব্লাউজ এবং গোলাপি স্কার্টের সংগীতানুষ্ঠানের সাজে এদিন অপূর্ব সুন্দরী এই অভিনেত্রী (Ditipriya Roy) একেবারে স্বচ্ছন্দে নেচেছেন। মুখে রাজকীয় হাসি ছটায় অনাবিল আনন্দ ছড়িয়ে নাচের ফ্লোরেও যেন এককথায় রানীর মতো দেখাচ্ছেন দিতিপ্রিয়া। বড় পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে একাত্ম এই অভিনেত্রীকে এদিন রিল ভিডিওতে তার বাবা এবং জেঠুর সাথে সাথ মিলিয়ে কোমর দোলাতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
বলাবাহুল্য, অনুরাগীরা অভিনেত্রীর অপার সৌন্দর্য এবং মুগ্ধকর ডান্স পারফরম্যান্স এর থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেননি। অজস্র লাইক এবং কমেন্টের মাধ্যমে অভিনেত্রীকে (Ditipriya Roy) ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। তবে শুধুমাত্র নেটিজেনরাই নন রানী রাসমণি ধারাবাহিকে রাণীমার মেজ জামাই মথুর বাবু ওরফে গৌরবও অভিনেত্রীর নাচের প্রশংসায় কমেন্ট করে লিখেছেন, “সুপার-ডুপার স্মাশ্যার”। তবে অভিনেত্রীর পাশাপাশি তাঁর বাবার নাচের প্রশংসাতেও পঞ্চমুখ সবাই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ditipriya Roy : কাজরা রে... দুর্দান্ত নাচে তাক লাগালেন ‘রানিমা’ দিতিপ্রিয়া, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement