হোম /খবর /বিনোদন /
নায়কের কাঁধে চেপে ঠোঁটে ঠোঁট ! ভাইরাল দিশার ছবি

নায়কের কাঁধে চেপে ঠোঁটে ঠোঁট ! ভাইরাল দিশার ছবি

কাঁধে চড়েই মুখ নিচু করে সোজা আদিত্য রায় কাপুরের ঠোঁটে বসালেন উষ্ণ ঠোঁট ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: প্রেমে একেবারে হাবুডুবু কাণ্ড ! আর তাই তো কখনও জলের তলায় ডুব দিয়ে ঠোঁটে ঠোঁট, কখনও আবার নায়কের কাঁধে উঠে গভীর চুম্বন ৷ বলিউড সু্ন্দরী দিশা পটানি বেশ ভালই আছেন ৷ যখন যাকে কাছে পাচ্ছেন, তখনই চকাস করে চুমু খেয়ে ফেলছেন !

ভাবছেন, টাইগার শ্রফকে ছেড়ে এবার কী নতুন কাউকে ধরলেন দিশা? উত্তরটা হল হ্যাঁ ! দিশা এখন আদিত্য রায় কাপুরের প্রেমে মত্ত ! তবে গল্পটা নিতান্তই ফিল্মি ৷

ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ পরিচালক মোহিত সুরি দিশা ও আদিত্য রায় কাপুরকে নিয়ে তৈরি করে ফেলেছেন নতুন এক রোমান্টিক ছবি ৷ যে ছবিতে আদিত্য ও দিশাকে দেখা যাবে প্রেমে একেবারে ডুবে থাকতে ৷ অন্তত, পরিচালক মোহিত এমনটাই জানিয়েছেন ছবির গল্প নিয়ে ৷ আর সেই ছবিরই প্রথম পোস্টারে সেই আভাস দিয়ে ফেললেন মোহিত৷ দেখিয়ে দিলেন চুমু খাওয়ার এক নতুন কায়দা ৷ ছবির নাম মালাং ৷ ছবি মুক্তি পাবে জানুয়ারি মাসের ৬ তারিখ ৷

প্রকাশ হওয়া ছবির প্রথম পোস্টারে দেখা গেল আদিত্য রায় কাপুরের কাঁধে চড়ে বসেছেন দিশা ৷ আর কাঁধে চড়েই মুখ নিচু করে সোজা আদিত্য রায় কাপুরের ঠোঁটে বসালেন উষ্ণ ঠোঁট ৷ ব্যস, তারপর আর কী, প্রেম জমে ক্ষীর !

দেখুন সেই পোস্টার---

malang

Published by:Akash Misra
First published:

Tags: Disha Patani, Malang, Movie, News