Kaushik Ganguly: বাড়ি ফেরার আগেই সব শেষ...! প্রিয়জনকে হারানোর শোকে কাতর পরিচালক কৌশিক, পোস্ট ভাইরাল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Kaushik Ganguly: সবচেয়ে কাছের প্রিয়জন চলে যাওয়ার যন্ত্রণাটা যে কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করা চরম কঠিন৷ ঠিক তেমনটাই হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে৷ সবচেয়ে কাছের প্রিয়জনকে হারিয়ে বড্ড একা হয়ে পড়েছিলেন স্বনামধন্য পরিচালক৷
কলকাতা: ফের আরও একটা খারাপ খবর৷ কাছের জন চলে যাওয়ার যন্ত্রণাটা যে কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করা চরম কঠিন৷ ঠিক তেমনটাই হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে৷ সবচেয়ে কাছের প্রিয়জনকে হারিয়ে বড্ড একা হয়ে পড়েছিলেন স্বনামধন্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়৷ সম্প্রতি চার বছর আগের সেই পুরনো যন্ত্রণার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷
প্রিয় পোষ্যর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পরিচালক লিখেছেন- ৪ বছর কেটে গিয়েছে! এই দিনে সাড়ে ১৩ বছরের জেট্ আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমি শহরে ছিলাম না। বেনারসে শুটিং করছিলাম। সকালেই শুটিং করার সময় ফোন পেয়েছিলাম ওর চলে যাওয়ার। মনে পড়ে না কবে ওরম ছোটবেলার মতো কেঁদেছিলাম! বেনারসের একটা অতি সরু গলির লাগোয়া মন্দিরের সিঁড়িতে বসে ছিলাম হতবুদ্ধি হয়ে! পুরো ইউনিট গলির অন্য একটা বাঁকে চুপ করে অপেক্ষা করে থাকল। তারপর শেষ করলাম শুটিং।
advertisement
advertisement
advertisement
বিকেলে সূর্যাস্তের ঠিক আগে কলকাতা ফেরার পালা। নৌকো নিয়ে অন্য একটা ঘাটে যাওয়া, তারপর সেখান থেকে এয়ারপোর্ট। নৌকোতে সবাই আমরা চুপ করে বসে। একটা চ্যাপটা শালপাতার থালায় জেটের ছবি, ফুল, আর প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিলাম বেনারসের গঙ্গায়! সূর্য ডুবছে বলে আকাশের রং প্রদীপের শিখার মতো। আমার নৌকো বাড়ি ফিরছে, আর উল্টো স্রোতের টানে আমাদের আদরের জেট্ ফুলের ভেলায় ভাসতে ভাসতে প্রদীপটা নিয়ে ক্রমশ আমার থেকে দূরে, আরও দূরে চলে গেল!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2025 2:07 PM IST