মিনি হরর সিরিজের পর নতুন ছবি ইন্দ্রনীলের, শর্টফিল্ম উর্মিমালার পোস্টার রিলিজ

Last Updated:

তিনি জুরি হিসেবে কাজ করছেন লসএঞ্জলের সিনে ফেস্ট এবং হলিউড ইন্টারন্যাশনল ফিল্ম ফেস্টিভ্যালে৷

#কলকাতা: ফোর শেডস অব লিপের সাফল্যের পর এবার নতুন শর্টফিল্ম নিয়ে আসছেন পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়৷ নাম উর্মিমালা৷ এটি একটি ড্রামা-থ্রিলার৷ এর আগে দেশের মিনি হরর ফিল্ম তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন ইন্দ্রনীল৷ তাঁর ছবি শেডস অব লিপ ছুঁয়েছিল বিশাল মাইলস্টোন৷ প্রথমে ছবিটি মুক্তির জন্য কেউ এগিয়ে না আসলেও, শেষে অ্যাপেল টিভি বা এম এক্স প্লেয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধায় বহু দর্শকের কাছে পৌঁছে গিয়েছিল ইন্দ্রনীলের এই ছবি৷ ৫ মিনিট করে ৪টি ছবি তৈরি করেছিলেন তিনি৷ এবার উর্মিমালা যদিও ২২মিনিটের ছবি৷ ইতিমধ্যেই রিলিজ করেছে ছবির পোস্টার৷ অভিনয় করেছেন আশিষ পাঠক, শম্পা মুখোপাধ্যায় প্রমুখ৷ মার্চের শেষে শ্যুট শেষ হয়েছে ছবিটির৷ কিছু অনন্য বিষয় নিয়ে ছবি তৈরি করতে চেয়েছিলেন ইন্দ্রনীল৷ সেই থেকে উর্মিমালা নিয়ে চিন্তা ভাবনা শুরু৷ এখানেও দুটি গল্প থাকছে৷ ২২ মিনিটের ছবিকে ২টি ভাগে ভাগ করা হয়েছে ১১ মিনিট করে৷ ছবিটি বাংলায় তৈরি করেছেন পরিচালক৷
বেশ কিছুদিন অ্যাসিসটেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়৷ কাজ করেছেন টেলিফিল্মেও৷ তারপর তিনি পড়তে চলে যান নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে৷ এরপর তিনি পরিচালক হিসেবে শুরু করেন নিজের কাজ৷ কিছু বিজ্ঞাপনে কাজ করেন৷ তারপর ফিল্মে হাত পাকান তিনি৷ আপাতত ছবির কাজ তো চলছেই৷ তার সঙ্গে তাঁর কাঁধে রয়েছে বিচারকের গুরু দায়িত্ব৷ তিনি জুরি হিসেবে কাজ করছেন লসএঞ্জলের সিনে ফেস্ট এবং হলিউড ইন্টারন্যাশনল ফিল্ম ফেস্টিভ্যালে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
মিনি হরর সিরিজের পর নতুন ছবি ইন্দ্রনীলের, শর্টফিল্ম উর্মিমালার পোস্টার রিলিজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement