মিনি হরর সিরিজের পর নতুন ছবি ইন্দ্রনীলের, শর্টফিল্ম উর্মিমালার পোস্টার রিলিজ

Last Updated:

তিনি জুরি হিসেবে কাজ করছেন লসএঞ্জলের সিনে ফেস্ট এবং হলিউড ইন্টারন্যাশনল ফিল্ম ফেস্টিভ্যালে৷

#কলকাতা: ফোর শেডস অব লিপের সাফল্যের পর এবার নতুন শর্টফিল্ম নিয়ে আসছেন পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়৷ নাম উর্মিমালা৷ এটি একটি ড্রামা-থ্রিলার৷ এর আগে দেশের মিনি হরর ফিল্ম তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন ইন্দ্রনীল৷ তাঁর ছবি শেডস অব লিপ ছুঁয়েছিল বিশাল মাইলস্টোন৷ প্রথমে ছবিটি মুক্তির জন্য কেউ এগিয়ে না আসলেও, শেষে অ্যাপেল টিভি বা এম এক্স প্লেয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধায় বহু দর্শকের কাছে পৌঁছে গিয়েছিল ইন্দ্রনীলের এই ছবি৷ ৫ মিনিট করে ৪টি ছবি তৈরি করেছিলেন তিনি৷ এবার উর্মিমালা যদিও ২২মিনিটের ছবি৷ ইতিমধ্যেই রিলিজ করেছে ছবির পোস্টার৷ অভিনয় করেছেন আশিষ পাঠক, শম্পা মুখোপাধ্যায় প্রমুখ৷ মার্চের শেষে শ্যুট শেষ হয়েছে ছবিটির৷ কিছু অনন্য বিষয় নিয়ে ছবি তৈরি করতে চেয়েছিলেন ইন্দ্রনীল৷ সেই থেকে উর্মিমালা নিয়ে চিন্তা ভাবনা শুরু৷ এখানেও দুটি গল্প থাকছে৷ ২২ মিনিটের ছবিকে ২টি ভাগে ভাগ করা হয়েছে ১১ মিনিট করে৷ ছবিটি বাংলায় তৈরি করেছেন পরিচালক৷
বেশ কিছুদিন অ্যাসিসটেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়৷ কাজ করেছেন টেলিফিল্মেও৷ তারপর তিনি পড়তে চলে যান নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে৷ এরপর তিনি পরিচালক হিসেবে শুরু করেন নিজের কাজ৷ কিছু বিজ্ঞাপনে কাজ করেন৷ তারপর ফিল্মে হাত পাকান তিনি৷ আপাতত ছবির কাজ তো চলছেই৷ তার সঙ্গে তাঁর কাঁধে রয়েছে বিচারকের গুরু দায়িত্ব৷ তিনি জুরি হিসেবে কাজ করছেন লসএঞ্জলের সিনে ফেস্ট এবং হলিউড ইন্টারন্যাশনল ফিল্ম ফেস্টিভ্যালে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মিনি হরর সিরিজের পর নতুন ছবি ইন্দ্রনীলের, শর্টফিল্ম উর্মিমালার পোস্টার রিলিজ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement