মহারাষ্ট্রে বয়কট হতে পারে ‘দিলওয়ালে’!

Last Updated:

ফের বিতর্কে শাহরুখ ৷ তবে এবার শুধু তিনি নন, সঙ্গে কাজল, বরুণ, কীর্তি এবং অবশ্যই রোহিত ৷ বলতে গেলে, ‘দিলওয়ালে’ টিম সহ গোটা শাহরুখের ফিল্ম বিজনেস ৷ ব্যাপারটা অবশ্য সেই ‘অসহিষ্ণুতা’কে নিয়েই ৷ আর তার জেরেই মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায় বন্ধ হতে চলেছে ‘দিলওয়ালে’র স্ক্রিনিং !

#মুম্বই: ফের বিতর্কে শাহরুখ ৷ তবে এবার শুধু তিনি নন, সঙ্গে কাজল, বরুণ, কীর্তি এবং অবশ্যই রোহিত শেট্টি ৷ বলতে গেলে, ‘দিলওয়ালে’ টিম সহ গোটা শাহরুখের ফিল্ম বিজনেস ৷ ব্যাপারটা অবশ্য সেই ‘অসহিষ্ণুতা’কে নিয়েই ৷ আর তার জেরেই মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায় বন্ধ হতে চলেছে ‘দিলওয়ালে’র স্ক্রিনিং !
মহারাষ্ট্রের এক সংগঠন ‘হিন্দু রাষ্ট্র সংগঠন’ ৷ এই সংঘঠেনর মানুষজনই উঠেছেন তেড়েফুড়ে ৷ তাঁদের একটাই দাবী, ‘মহারাষ্ট্রকে শাহরুখ বাজে ভাবে ব্যবহার করছেন৷ সেটা বন্ধ করতে হবে ৷ শুধু তাই নয়, অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের বক্তব্যকে মেনে নেওয়া যায় না !’ এই সংগঠনের মতে, শাহরুখের চালাক প্রোমোশনের জন্যই সমাজ আজ ক্ষতিগ্রস্ত ৷ আর তাই ‘দিলওয়ালে’ ছবিকে বয়কট করার উদ্দেশ্য নিয়ে পোস্টারে ছয়লাপ, মহারাষ্ট্রের বেশ কিছু এলাকা ৷ ইন্দোর, ভোপাল, উজ্জয়িনীর বেশ কিছু হল মালিককে হুমকিও দেওয়া হয় এই সংগঠনের পক্ষ থেকে ৷ ‘দিলওয়ালে’কে বয়কট করার জন্য আপাতত সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ‘হিন্দু রাষ্ট্র সংগঠন’ ৷ এই বয়কটের খবর শুনে, শাহরুখ অবশ্য নিরুতাপ ৷ তাঁর কথায়, ‘যা হচ্ছে, তা দিলওয়ালের ভালোর জন্যই হচ্ছে !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মহারাষ্ট্রে বয়কট হতে পারে ‘দিলওয়ালে’!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement