Bruce Willis: বিরল অসুখে ভুগছেন ডাই হার্ড তারকা, কথা বলার ক্ষমতা হারিয়েছেন ব্রুস

Last Updated:

Bruce Willis: পরিবারের সদস্যরা যে বিবৃতি প্রকাশ করেছে তাতে লেখা, ‘গত ২০২২ সালে আফেসিয়া রোগের কথা জানিয়েছিলাম আমরা। এখন অনেকটাই ভাল আছেন তিনি। খুবই কঠিন অসুখ এটা। এবং বিরল।'

ব্রুস উইলিস
ব্রুস উইলিস
নিউইয়র্ক: ‘ডাই হার্ড’ ভক্তদের জন্য দু:সংবাদ। তারকা ব্রুস উইলিস কঠিন অসুখে ভুগছেন। ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছে তাঁর। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, তাঁর এই ডিমেনশিয়া চিকিৎসাতেও সারনো যাবে না। এই রোগের নাম, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া (এফটিডি)। সাংবাদিকদের জানালেন ব্রুসের পরিবারের সদস্যরা।
পরিবারের তরফে জানানো হয়েছে, ব্রুস ঠিক করে কথা বলতে পারছেন না কারও সঙ্গেই। পরিবারের জন্য খুবই কঠিন পরিস্থিতি এটা। কিন্তু তাঁরা খানিক স্বস্তিতে রয়েছেন, কারণ রোগের শনাক্তকরণ করা গিয়েছে সঠিকভাবে।
advertisement
advertisement
পরিবারের সদস্যরা যে বিবৃতি প্রকাশ করেছে তাতে লেখা, ‘গত ২০২২ সালে আফেসিয়া রোগের কথা জানিয়েছিলাম আমরা। এখন অনেকটাই ভাল আছেন তিনি। খুবই কঠিন অসুখ এটা। এবং বিরল। শোনা যায় না খুব একটা। চিকিৎসা নেই এই এফটিডি রোগের। ব্রুস চিরকালই নিজের কণ্ঠে বিশ্বাস রেখেছে। সমাজ হোক বা ব্যক্তিগত, যে কোনও ইস্যুতে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নিজের গলার সাহায্য নিয়েছে। আজ যদি ও পারত, নিশ্চয়ই এই রোগাক্রান্ত মানুষদের মধ্যে সচেনতনতা বাড়ানোর জন্য কথা বলত। চিরকাল আনন্দে থেকেছে ব্রুস। সবাইকে আনন্দে রেখেওছে। আপনাদের কাছ থেকে ব্রুস যে ভালবাসা পেয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ জানাই সকলকে।’
advertisement
মার্চের ২০২২ সালে ব্রুসের পরিবার জানিয়েছিল, ব্রুস আর অভিনয়ে ফিরবেন না। তিনি কথা বলার ক্ষমতা হারিয়েছেন। আফেসিয়ায় ভুগছেন ‘ডাই হার্ড’ তারকা। আর তাই স্পটলাইট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bruce Willis: বিরল অসুখে ভুগছেন ডাই হার্ড তারকা, কথা বলার ক্ষমতা হারিয়েছেন ব্রুস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement