ক্যাটের ওপর ছিল বরুণের নজর, তারপর সলমন যা করলেন...
Last Updated:
না একথা কোনও গুঞ্জন নয় ৷ এমনকী, জোর করে রটানো পাবলিসিটি স্টান্ট নয় ৷ বরং পুরো গপ্পোটাই ক্যাটরিনা বললেন নিজের মুখেই !
#মুম্বই: না একথা কোনও গুঞ্জন নয় ৷ এমনকী, জোর করে রটানো পাবলিসিটি স্টান্ট নয় ৷ বরং পুরো গপ্পোটাই ক্যাটরিনা বললেন নিজের মুখেই !
সম্প্রতি কফি উইথ করণে অনুষ্কার সঙ্গে জুটি বেঁধে এসেছিলেন ক্যাটরিনা কাইফ ৷ বয়ফ্রেন্ড, প্রেম নিয়ে কথা উঠতেই ক্যাটরিনা সোজাসুজি জানালেন, ক্যাটরিনার ওফর সলমনের পোজেসিভনেসের কথা !
ক্যাটরিনা জানালেন, ‘তখন আবার বয়স মোটে ১৭ ৷ মুম্বই তে একেবারেই নতুন ৷ সিনেমায় তো সবে পা রেখেছি ৷ তাই সিনেমার লোকজনদের সঙ্গে খুব একটা ভাব হয়নি ৷ তবে সলমন প্রথম থেকেই বন্ধুর মতো ৷’
advertisement
advertisement
কফি উউথ করণে, করণের ট্যারা -বাঁকা প্রশ্নে ক্যাটরিনা আরও জানালেন, ‘প্রথম থেকেই বরুণ আমার দিকে অদ্ভুতভাবে তাকাত ৷ আমি সেটা বুঝতে পেরেছিলাম ৷ আমার সঙ্গে ডেটে যাওয়ার প্ল্যানও করেছিল ৷ এই সময়ই সলমন সেটা বুঝতে পারে ৷ বরুণকে ডেকে সলমন রীতিমতো ভয় দেখিয়েছিল ! তারপর থেকে বরুণ আর অর্জুন কাপুর মিলে আমার বিরুদ্ধে গ্রুপ বানায় উই হেট ক্যাটরিনা ! ’
Location :
First Published :
December 27, 2016 3:18 PM IST