মুম্বই: কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। বলিউডের যে অভিনেত্রী গত কয়েকমাসে সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন, তিনি হলেন কিয়ারা ৷ কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কিয়ারা-সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘শেরশাহ’ ৷ যে ছবি সুপারহিটই বলা যেতে পারে ৷ ছবিতে কিয়ারা আডবাণীর অভিনয় প্রশংসিত হয়েছে সর্বত্রই।
অভিনেত্রীর বলিউডে ডেবিউ হয় ২০১৪ সালে, ‘ফাগলি’ ছবির মাধ্যমে ৷ প্রথম ছবি থেকেই দর্শকদের নজর কাড়তে শুরু করেন তিনি ৷ কিয়ারার অভিনয় এবং সৌন্দর্য্যে মুগ্ধ দর্শকরা ৷ ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই সাত বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি ৷ ফিল্ম, বিজ্ঞাপন এবং ফটোশ্যুটের মাধ্যমে সবসময়েই প্রচারের মধ্যে থেকেছেন কিয়ারা ৷ তবে একটি বিষয় অনেকেই হয়তো জানেন না ৷ সেটা হল তাঁর আসল নাম কী ? বলিউডে এন্ট্রির আগেই নিজের নাম পরিবর্তন করেন তিনি ৷ আর শোনা যায়, নিজের নাম তিনি পরিবর্তন করেছিলেন সলমন খানের পরামর্শেই ৷
আরও পড়ুন- বেনারসি পছন্দ করেন? ইয়ামি গৌতমের এই শাড়ির দাম আপনার আন্দাজেরও বাইরে!
View this post on Instagram
কিন্তু কেন হঠাৎ কিয়ারাকে তাঁর নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন সলমন খান? তার কারণ, কিয়ারা আডবাণীর আসল নাম হল আলিয়া আডবাণী (Alia Advani) ৷ বলিউডে কিয়ারার আবির্ভাব যখন ঘটে, তখন তাঁর বয়স ছিল ২২ বছর ৷ সেইসময় সলমনই নাকি তাঁকে নাম পরিবর্তনের পরামর্শ দেন ৷ কারণ আরেক অভিনেত্রী আলিয়া ভাটকে ততদিনে সকলেই চিনে গিয়েছেন ৷ ইন্ডাস্ট্রিতে একই নামের দুই অভিনেত্রী থাকলে সমস্যা হবে, সে কারণেই কিয়ারা আডবাণীকে তাঁর নাম পরিবর্তন করার পরামর্শ দেন সলমন খান ৷
View this post on Instagram
এদিকে খুব শীঘ্রই পরিচালক শঙ্করের (Shankar) ছবিতে কাজ করতে চলেছেন কিয়ারা আডবাণী। বিগ বাজেট এবং তাবড় তাবড় তারকাদের নিয়ে তৈরি হতে চলেছে শঙ্করের পরবর্তী ছবি 'SVC 50'। এই পলিটিক্যাল ড্রামাতে কিয়ারা ছাড়াও থাকবেন বলিউড এবং দক্ষিণের একাধিক তারকারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kiara Advani