Shah Rukh Khan Birthday| Viral video: মন্নত-এর সামনে ভক্তদের ভিড় ! অবশেষে কি ভক্তদের দেখা দিলেন শাহরুখ?

Last Updated:

Shah Rukh Khan| Viral Video: জন্মদিন পালন করবেন না! তবুও ভক্তরা সকাল থেকে ভিড় করে মন্নত-এর সামনে! অবশেষে কি ভক্তদের মন রাখলেন শাহরুখ? সামনে এল ভিডিও

photo source collected
photo source collected
#মুম্বই:  ২ রা নভেম্বর শাহরুখ খানের (Happy Birthday Shah Rukh Khan) জন্মদিন। এই দিনটায় মুম্বইতে কিং খানের বাড়ির সামনে হাজারো ভক্তের ভিড় জমে। মন্নত-এর সামনে সকাল থেকে ভিড় জমান ভক্তরা। এক ঝলক কিং খানকে (Happy Birthday Shah Rukh Khan) দেখার জন্য। এই দিনটায় বাদশাকে তাঁর বাড়ির সামনে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান সকলে। প্রতিবছর নিয়ম করে ফ্যানেদের দেখা দেন শাহরুখ খান।
তবে এবছর বিষয়টা একটু আলাদা। শাহরুখ খান(Happy Birthday Shah Rukh Khan)  জানিয়েছিলেন এবার তিনি জন্মদিনের সেলিব্রেশন করবেন না। কারণ ছিল আরিয়ান খান। মাদক কাণ্ডে আরিয়ানকে বেশ কিছুদিন আটকে থাকতে হয়েছে জেলে। আরিয়ানের বেল পাওয়া নিয়েও সমস্য তৈরি হয়েছিল। ছেলের জন্য শ্যুটিং ছেড়ে মুম্বই ছুটে এসেছিলেন শাহরুখ। তবে এই লড়াইয়ে জিতে যান বাবা শাহরুখ। বেল পায় আরিয়ান। তবে যেহেতু শাহরুখ জন্মদিন পালন করবেন না বলেছিলেন, তাই এখনও পর্যন্ত মন্নত-এর সামনে এসে ফ্যানেদের জন্য হাত নাড়তে দেখা যায়নি শাহরুখকে।
advertisement
আরিয়ান ছাড়া পাওয়ায় ফ্যানেরা অবশ্য ভেবে নিয়েছেন জন্মদিনে একবার হলেও সামনে আসবেন কিং খান(Happy Birthday Shah Rukh Khan) । কিন্তু সন্ধে পার হয়ে গেলেও দেখা মেলেনি তাঁর।
advertisement
View this post on Instagram

A post shared by Pinkvilla (@pinkvilla)

advertisement
এদিকে শাহরুখ খানের জন্য হা হুতাশ করে রাস্তায় বসে আছেন ভক্তরা। আরিয়ান জেলে থাকার সময়েও প্রতিদিন শাহরুখ(Happy Birthday Shah Rukh Khan)  ভক্তরা ভিড় জমিয়েছেন মন্নতের সামনে। পাশে থাকার বার্তা দিয়েছেন কিং খানকে। তাই ভক্তদের বিশ্বাস জন্মদিনে ফেরাবেন না শাহরুখ খান।
তবে এসব কিছুর মধ্যেই ঘটে গেল এক দারুণ কাণ্ড। মন্নত-এর সামনে হাজারো ভক্তের ভিড়(Happy Birthday Shah Rukh Khan) । পুলিশ সকলকে সামলাতে ব্যস্ত। এতটাই ভিড় যে গাড়ি চলাচল করানোর জন্যও সকলকে রাস্তা থাকে সড়াতে হচ্ছে পুলিশকে।
advertisement
এমনই এক সময় একটি গাড়ির ভিতর থেকে হুবহু শাহরুখ খানের মতো করে হাত নাড়তে শুরু করলেন একজন ব্যক্তি। যা দেখেই ফ্যানেরা চিৎকার শুরু করে। তারা ভেবে নেয় শাহরুখ খান(Happy Birthday Shah Rukh Khan)  ওই গাড়ি থেকে হাত নাড়ছেন ভক্তদের জন্য। তবে গাড়ি কাছে আসতেই বোঝা যায়, এক যুবক মজা করে সকলকে বোকা বানিয়েছেন।
advertisement
গাড়ির ফাঁক থেকে মাথা বের করে এমন ভাবে হাত নেড়েছেন যে মুহূর্তের জন্য সকলে ভেবেছেন , এই বুঝি শাহরুখ(Happy Birthday Shah Rukh Khan) ! যদিও মুহূর্তেই ভুল ভাঙে সকলের। এবং হাসির ফোয়ারা ওঠে গোটা মন্নত-এর সামনে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয় (Viral video)।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan Birthday| Viral video: মন্নত-এর সামনে ভক্তদের ভিড় ! অবশেষে কি ভক্তদের দেখা দিলেন শাহরুখ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement