বৈদিক মতে বিয়ে, মহিলা পুরোহিতের প্রশংসায় পঞ্চমুখ দিয়া মির্জা!

Last Updated:

এর আগে সঞ্জু (Sanju) খ্যাত এই অভিনেত্রী প্রযোজক সাহিল সঙ্ঘর (Sahil Sangha) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁরা প্রায় ১১ বছর একসঙ্গে সংসার করেন। পরে ২০১৯-এ তাঁদের বিচ্ছেদ হয়। এদিকে বৈভবেরও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি যোগ প্রশিক্ষক সুনয়না রেখি (Sunaina Rekhi)-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

#মুম্বই: সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন দিয়া মির্জা (Dia Mirza) ও বৈভব রেখি (Vaibhav Rekhi)। সম্পূর্ণ বৈদিক মতে বিয়ে সেরেছেন তাঁরা। ছিল না কন্যাদান প্রথা এবং তাঁদের বিয়েতে পৌরোহিত্য করেছেন একজন মহিলা পুরোহিত। যা আলাদা ভাবে নজর কেড়েছে সকলের।
বৈদিক মতে এর আগে অবশ্য টলিউডে অনেকেই দিয়েছেন। গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)-দেবলীনা কুমার (Devlina Kumar), ওম (Om)-মিমি দত্তের (Mimi Dutta) বিয়ে হয়েছে ছবির বিয়ের মতো করে। নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh) ও ইমন চক্রবর্তী (Iman Chakraborty) বৈদিক মতে বিয়ে না সারলেও, সিঁদুরদান করেছেন একে অপরকে।
কিন্তু বলিউডে বলা যায়, এমন দৃশ্য সেভাবে আগে দেখা যায়নি। ফলে দিয়া যে নিঃসন্দেহে এক নজির গড়লেন তা বলা বাহুল্য। আর তাঁর এই পদক্ষেপের জন্য আপ্লুত সিনেজগতের মানুষ থেকে সাধারণ মানুষ সকলে।
advertisement
advertisement
Instagram-এ শেয়ার করা তাঁর ছবিতে বহু লাইক ও কমেন্ট পড়েছে। মহিলা পুরোহিতের সঙ্গে দেওয়া দিয়ার এক ছবির কমেন্ট বক্স নেটিজেনদের একাংশ প্রশংসায় ভরিয়ে দেন। অনেকেই লেখেন, এটাই উইমেন এমপাওয়ারমেন্ট ও ফেমিনিজমের প্রকৃত উদাহরণ।
advertisement
প্রসঙ্গত, মুম্বইতে একদম ব্যক্তিগত পরিসরে দ্বিতীয় বিয়ে সারলেন অভিনেত্রী। খুব ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন ছাড়া উপস্থিত ছিলেন না কেউই। তবে, বিয়েতে উপস্থিত থাকতে দেখা যায় অদিতি রায় হায়দারি (Aditi Rao Hydari) ও জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)-কে।
তবে, তিনি যে বিয়ে করছেন, সে খবর সেভাবে প্রকাশ্যে আনেননি আগে। শুধু বছর শুরুতে বলেছিলেন, ২০২০ দেখার পর অনেকেই ২০২১ নিয়ে আশাবাদী, আর তিনিও তাই। ২০২১-এ ভালো কিছু হবে বলেই আশা করেছিলেন তিনি।
advertisement
এর আগে সঞ্জু (Sanju) খ্যাত এই অভিনেত্রী প্রযোজক সাহিল সঙ্ঘর (Sahil Sangha) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁরা প্রায় ১১ বছর একসঙ্গে সংসার করেন। পরে ২০১৯-এ তাঁদের বিচ্ছেদ হয়। এদিকে বৈভবেরও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি যোগ প্রশিক্ষক সুনয়না রেখি (Sunaina Rekhi)-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বৈদিক মতে বিয়ে, মহিলা পুরোহিতের প্রশংসায় পঞ্চমুখ দিয়া মির্জা!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement