হোটেল ঘরে ঢুকলেই ঘিরে ধরে আতঙ্ক! নিজেকে বাঁচাতে কী করেন দিয়া
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
ঘর বুক করার আগে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলেন তিনি। ফোন করে বা অনলাইনে একটি ঘর বুক করলেও সশরীরে সেখানে প্রবেশ করার পরেই তিনি ঘর বেছে নেন।
#মুম্বই: হোটেলের ঘরে ঢোকার আগে থেকেই আতঙ্কে ভোগেন দিয়া মির্জা। ঘর বুক করার আগে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলেন তিনি। ফোন করে বা অনলাইনে একটি ঘর বুক করলেও সশরীরে সেখানে প্রবেশ করার পরেই তিনি ঘর বেছে নেন। তার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেন না বলি অভিনেত্রী।
কিন্তু এত কেন ভয় পান তিনি? কী ঘটেছিল?
advertisement
বছর দশেক আগে নায়িকাদের স্নান করার দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছিল। তার পর থেকেই হোটেল রুম নিয়ে আতঙ্ক কাজ করে তাঁর মধ্যে। ঘরে ঢুকে তিনি আগে খতিয়ে দেখেন সেখানে কোথাও কোনও ক্যামেরা লুকনো আছে কিনা। প্রায় চিরুণি তল্লাশি করে নিয়ে তবে ঘর চূড়ান্ত করেন দিয়া। ব্যক্তিগত পরিসরের ভিডিও ফাঁস হয়ে যাওয়ার ভয় পান তিনি।
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি বিরাট কোহলি এমনই একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। পারথে বিরাট কোহলির হোটেল রুমের ভিডিও ফাঁস হয়ে যায়। বিরাট কোহলি নিজে এই ঘটনার ভিডিও শেয়ার করে লিখেছিলেন,'আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত হয় এবং তাদের সাথে দেখা করার জন্য উত্তেজিত হয় এবং আমি সবসময় এটির প্রশংসা করেছি। কিন্তু এখানে এই ভিডিওটি ভয়ঙ্কর এবং এটি আমাকে আমার গোপনীয়তা সম্পর্কে খুব বিভ্রান্তিকর বোধ করেছে। স্ত্রী অনুষ্কা শর্মা এই মুহূর্তে কলকাতায় সিনেমার শুটিং করতে ব্যস্ত। তিনিও এমন ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এবং মানুষের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।'
advertisement
অনুষ্কাও লিখেছিলেন, 'অতীতে আমিও এ রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু এর থেকে খারাপ কিছু হতে পারে না। কোহলিকে অপমান করা হয়েছে। ওর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হয়েছে। অনেকেই ভাববেন বিখ্যাত ব্যকতিদের এটা সহ্য করতে হবে। কিন্তু এটা উচিৎ নয়। যদি এটা আপনার শোয়ার ঘরে হত তা হলে কী হত?'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2022 3:52 PM IST