Dharmendra Demise: 'মস্কোতে প্রথম দেখা, আজও ভুলতে পারিনি', ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগঘন মমতা শঙ্কর, শেষ শ্রদ্ধা প্রসেনজিৎ-চূর্ণীর
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Dharmendra Demise: বলিউডের বীরু-র প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে টলিউড৷ অভিনেতার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত বিশিষ্ট নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর৷ শেষ শ্রদ্ধা জানালেন প্রসেনজিৎ-চূর্ণী৷
কলকাতা: অবশেষে থামল লড়াই৷ সোমবার, ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ ৮৯ বছর বয়সে বলিউডকে বিদায় জানালেন বীরু৷ কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় ‘শোলে’র বীরু৷
বলিউডের বীরু-র প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে টলিউড৷ অভিনেতার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত বিশিষ্ট নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর৷ শোকপ্রকাশ করে তিনি জানান, মস্কোতে ধর্মেন্দ্রর সঙ্গে প্রথম দেখা, আজও ভুলতে পারেননি সেই স্মৃতি…৷ অভিনেতার মৃত্যুতে মমতা শঙ্কর স্মরণ করলেন তার দেখা মোস্ট হ্যান্ডসাম হিরোকে৷
আরও পড়ুন-ভয়ঙ্কর খেল দেখাবেন শনিদেব…! ইশারায় কাঁপাবে ত্রিলোক, নতুন বছরে প্রিয় ৩ রাশিকে টাকায় মুড়ে দেবেন সূর্যপুত্র, সাফল্য পায়ে চুমু খাবে
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ শেষশ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ বলেছেন, ভারতীয় সিনেমায় ধর্মেন্দ্রর নাম আজীবন উজ্জ্বল হয়ে থাকবে৷ ষাটের দশক থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে থেকেছেন তিনি৷ ৩০০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন৷ মেইনস্ট্রিম সিনেমার কাল্ট অভিনেতা হিসেবেই আজীবন থেকে যাবেন সকলের মনে৷ উনি সারাজীবন কাজের মধ্যেই সকলের মধ্যে বেঁচে থাকুক৷ ওনার আত্মার চিরশান্তি কামনা করি৷
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরের শেষেই বিরাট কামাল…! শুক্র-মঙ্গলের রাজকীয় সংযোগে বাম্পার ‘জ্যাকপট’, গোল্ডেন টাইম শুরু ৫ রাশির, সোনায় মুড়বে কপাল
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিউড অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়৷ ধর্মেন্দ্রর জীবদ্দশার শেষ ছবিতে অভিনয় করেছেন চূর্ণী। তিনি জানান, প্রথম যেদিন আমার সঙ্গে আলাপ এবং আমরা শ্যুট করছিলাম তখন অভি না যাও ছোড় কর গানটা বাজছিল৷ আর আজ উনি নেই৷ মানুষ হিসেবেও খুব ভাল ছিলেন ধর্মেন্দ্র৷ বাঙালিদের প্রতি অদ্ভুত একটা ভালবাসা ছিল বীরুর৷ নিজের মন থেকে অনেক শায়েরি শুনিয়েছিলেন ৷ এই বয়সেও কাজের প্রতি যে নিষ্ঠা ছিল তা ভীষণই প্রশংনীয়৷ তার মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2025 5:26 PM IST

