Dharmendra: 'বাবা, সবসময় আমার...' ধর্মেন্দ্রর জন্মদিনে সানি দেওলের চোখ ভেজানো পোস্ট, শেয়ার করলেন মন ছুঁয়ে যাওয়া 'থ্রোব্যাক' ভিডিও, মুহূর্তে ভাইরাল!

Last Updated:

Dharmendra: বলিউডের ‘হি–ম্যান’ ধর্মেন্দ্রর জন্মদিনে শোক ও স্মৃতিচারণে ভরে উঠল পরিবার। অভিনেতার মৃত্যু পর প্রথম জন্মদিনে তাঁকে স্মরণ করলেন ছেলে সানি দেওল, মেয়ে ঈশা দেওল এবং ভাগ্নে অভয় দেওল।

বাবা ধর্মেন্দ্রের সঙ্গে ছেলে সানি দেওল
বাবা ধর্মেন্দ্রের সঙ্গে ছেলে সানি দেওল
মুম্বইঃ বলিউডের ‘হি–ম্যান’ ধর্মেন্দ্রর জন্মদিনে শোক ও স্মৃতিচারণে ভরে উঠল পরিবার। অভিনেতার মৃত্যু পর প্রথম জন্মদিনে তাঁকে স্মরণ করলেন ছেলে সানি দেওল, মেয়ে ঈশা দেওল এবং ভাগ্নে অভয় দেওল।
ধর্মেন্দ্রর জন্মদিনের দিনে ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও পোস্ট করেন সানি। পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাওয়ার সময় বাবা–ছেলের এক স্নেহময় মুহূর্ত ধরা পড়েছে সেই ক্লিপে। সেখানে সানিকে বলতে শোনা যায়, “পাপা, আর ইউ এনজয়িং?” হাসিমুখে ধর্মেন্দ্রর জবাব, “আই অ্যাম রিয়েলি এনজয়িং মাই সন।” সানি ক্যাপশনে লেখেন, “আজ মেরি পাপা কা জন্মদিন হ্যায়। পাপা হমেশা মেরে সাথ হ্যায়। লাভ ইউ পাপা। মিস ইউ।”
advertisement
advertisement
অন্যদিকে ঈশা দেওল তাঁর পোস্টে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “আমার ডার্লিং পাপা… আমাদের বন্ধন সব জন্মে, সব জগতে অটুট। তুমি যেখানেই থাকো, আমরা এক।” বাবার স্নেহ, আলিঙ্গন, কথোপকথন, শায়রির কথা স্মরণ করে তিনি আরও জানান, “অত্যন্ত কষ্ট নিয়ে তোমায় মিস করি পাপা… তোমার শেখানো মন্ত্র— ‘সবসময় বিনয়ী হও, খুশি থাকো, সুস্থ ও শক্ত থাকো।’”
advertisement

View this post on Instagram

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

advertisement
ধর্মেন্দ্রর ভাগ্নে অভয় দেওলও একটি স্মৃতিকাতর পোস্ট শেয়ার করেন। শৈশবের একটি পুরনো ছবি দিয়ে তিনি লেখেন, একবার ছবি তুলতে গিয়ে তিনি মনমরা ছিলেন। তখন ধর্মেন্দ্র তাঁকে ডেকে বলেছিলেন, “আলো দিকে তাকাও।” অভয়ের কথায়, নিজের সময় এলে তিনি আবার এই ডাক শুনতে চান।
উল্লেখ্য, ২৪ নভেম্বর প্রয়াত হন ৮৯ বছর বয়সী ধর্মেন্দ্র। নভেম্বরের শুরুতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসার পর বাড়িতে ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত নিজ বাসভবনেই মৃত্যু হয় তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dharmendra: 'বাবা, সবসময় আমার...' ধর্মেন্দ্রর জন্মদিনে সানি দেওলের চোখ ভেজানো পোস্ট, শেয়ার করলেন মন ছুঁয়ে যাওয়া 'থ্রোব্যাক' ভিডিও, মুহূর্তে ভাইরাল!
Next Article
advertisement
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
  • আজ থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী৷

  • দু দিনের কোচবিহার সফরে মমতা৷

  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পায় তৃণমূল৷

VIEW MORE
advertisement
advertisement